Advertisement

Best Viral Jokes: অফিসে কে বেশি কাজ করে? যেভাবে বীরবল বেছে দিল আসল লোককে, অবাক বস-ও

হার্ট ঠিক রাখতে হাসা তো জরুরি। তেমনই কিছু কৌতুক তুলে ধরা হল যা আপনাকে হাসাবে। জোকসগুলি মনকে শান্ত করবে। দূর করবে কাজের চাপ। চলুন দিনের শুরু করি হাস্য়রস দিয়ে। ভাল লাগলে অবশ্যই লেখাটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। 

JokesJokes
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 May 2023,
  • अपडेटेड 10:02 AM IST
  • হাসি মনকে ভাল রাখে।
  • হাসি ফেরাতে রইল কয়েকটি মজার জোকস।

বর্তমানে চাপের জীবনে মানুষ একে অপরের সঙ্গে কথা বলার সময়ও পায় না। মুখ থেকে হাসি মুছে যাচ্ছে। কিন্তু হার্ট ঠিক রাখতে হাসা তো জরুরি। তেমনই কিছু কৌতুক তুলে ধরা হল যা আপনাকে হাসাবে। জোকসগুলি মনকে শান্ত করবে। দূর করবে কাজের চাপ। চলুন দিনের শুরু করি হাস্য়রস দিয়ে। ভাল লাগলে অবশ্যই লেখাটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। 

ল্যাবে পকেট থেকে একটা কয়েন বের করে অ্যাসিডে দিলেন শিক্ষক। তার পর ছাত্রকে জিজ্ঞেস করলেন- এই কয়েন দ্রবীভূত হবে কি? 
ছাত্র- স্যার গলবে না.....
শিক্ষক- বাহ। কিন্তু তুমি জানলে কীভাবে?
ছাত্র- স্যার, কয়েনটা যদি অ্যাসিডে দিলে গলে যেত, তাহলে আপনি নিজের পকেট থেকে কয়েনটা বের করতেন না!

অফিসের- ম্যানেজার বলুন তো কীভাবে আপনি কর্মীদের মধ্যে কাজের লোককে চিনবেন? 
ম্যানেজার- স্যার, আমি সবাইকে ডেকে তার পর বলি?
ম্যানেজার সবাইকে ডেকে আনল। একাদশ ব্যক্তির হাত ধরে বলল, স্যার, ইনিই কাজের লোক। সবচেয়ে বেশি কাজ করেছেন। 
বস- কীভাবে বুঝলেন?
বীরবল- স্যার, আমি সবার মোবাইল চেক করেছি। এই ব্যক্তির মোবাইলের ব্যাটারি ৯৮%।

মহিলা- ডাক্তারবাবু, আমার স্বামী ঘুমের মধ্যে কথা বলা শুরু করেছে। ওষুধ দিন।
ডাক্তার- ওঁকে দিনের বেলা কথা বলার সুযোগ দাও!

নিজের প্রেমিককে মায়ের কাছে দেখা করাতে নিয়ে এলেন প্রেমিকা।
পরের দিন ...
গার্লফ্রেন্ড- আমার মা তোমাকে খুব পছন্দ করেছে।
প্রেমিক - পাগলি... যাই হোক না কেন...আমি শুধু তোমাকেই বিয়ে করব। মাকে বলবো আমাকে যেন ভুলে যায়।

স্ত্রী- শোনো, আমার মুখে একটা মশা ঢুকেছে, এখন কী করব?
স্বামী- অলআউট খেয়ে নাও।  ৬ সেকেন্ডের মধ্যে কাজ শুরু। 
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement