Advertisement

Husband Wife Jokes: 'তুমি খুব স্বার্থপর', স্বামীর ওপর স্ত্রীর অভিমানের কারণ জানলে প্রাণ খুলে হাসবেন!

Jokes in Bengali: আমাদের পাঠকদের হাসাতে, আমরা এমন মজার জোকস নিয়ে এসেছি যা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা পড়ে আপনার হাসি থামবে না। আজকের মজার জোকস পড়ুন...

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 7:23 PM IST

Majedar Bengali Chutkule: : হাসি সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বিশেষজ্ঞদের কথা বিশ্বাস করা হয়, তাহলে হাসতে হাসতে মানসিক চাপ দূর করা যায়। এর পাশাপাশি রক্ত ​​চলাচলও ভালো থাকে। আমরা চাই আমাদের পাঠকরা তাদের ব্যস্ত সময়সূচি থেকে একটু সময় বের করে হাসতে থাকুন। তাই আমরা আমাদের পাঠকদের হাসাতে কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়ার পর আপনি হাসবেন। 

১. পিন্টু প্রতিদিন স্কুলে যেতে দেরি করত,
একদিন শিক্ষিকা জিজ্ঞাসা করলেন - তুমি অন্য বাচ্চাদের সঙ্গে আস না কেন? 
পিন্টু- গাধারা দলে আসে , সিংহ সবসময় একা আসে, ম্যাডাম। 

২. সান্তা- বান্তা একে অপরের সঙ্গে কথা বলছিল...
সান্তা- এমন একটি জোক বলো যা শুধুমাত্র ১ লাইনের
বান্তা- শুধুমাত্র একটি লাইনের জোক?
সান্তা- হ্যাঁ 
বান্তা- অল্প বয়সে এক বুড়ি মারা গেল।

আরও পড়ুন

৩. স্ত্রী - তুমি খুব স্বার্থপর।
স্বামী- ভগবানের দোহাই এখন বল, কী হয়েছে?
স্ত্রী- তোমার ল্যাপটপের একটা ফোল্ডারের নাম My Documents , তুমি এটার নাম Our Documents  দিতে পারতে, তাই না?
স্বামী অজ্ঞান

৪. পাপ্পু মোবাইল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল
ইন্টারভিউয়ারের প্রথম প্রশ্ন- সবচেয়ে বিখ্যাত নেটওয়ার্ক কোনটি?
পাপ্পু- কার্টুন নেটওয়ার্ক
প্রথম প্রশ্নের পরই ইন্টারভিউ থেকে বের করে দেওয়া হল!

৫. এক স্বামী তার স্ত্রীকে নিজের  মনের কথা বলল...
বলল: তোমাকে বিয়ে করে একটা সুবিধা পেলাম..!
স্ত্রী:  কী লাভ?
স্বামী:  আমার পাপের শাস্তি এই জন্মেই পেয়েছি..!!!

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)
 

Read more!
Advertisement
Advertisement