Hasir Jokes: হাসতে থাকলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসাকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> প্রেমিকা: দরজা-জানালা বন্ধ করে দাও!
প্রেমিক: কেন?
প্রেমিকা: তোমাকে একটা গোপন জিনিস দেখাব!
প্রেমিক: সত্যি?
প্রেমিকা: হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দাও, যাতে আলো না আসে!
প্রেমিক: তারপর?
প্রেমিকা: আমার কাছে আসো
প্রেমিক: ওহ! আর কী করবো বলো?
প্রেমিকা: এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে!
> সদ্য চাকরি হারিয়েছে এক যুবকের। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল—
বন্ধু: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
যুবক: তুমি তো জানো, ফোরম্যানরা কী হয়? নিজেরা কাজ না করে দু’পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজ-কর্ম তদারকি করে।
বন্ধু: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
যুবক: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।
> বাবুর চারটি বাচ্চা। একদিন খবরের কাগজে বাবু দেখলো যে সরকার ঘোষণা করেছে, যার পাঁচটি বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার বিশ হাজার টাকা করে দেবে।
বাবু তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালো আর বললো, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?
স্ত্রী: বলো, কিছু মনে করবো না।
বাবু: দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটি বাচ্চা আছে। তুমি বললে আমি নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটি বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা করে পাবো।
স্ত্রী: আচ্ছা যাও।
বাবু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটি বাচ্চা গায়েব। বাবু বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কী?
স্ত্রী: যার বাচ্চা সে নিয়ে গেছে, খবরের কাগজ কি তুমি একাই পড়েছো?
> স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়... সারাদিন চুপ থাকার পর
স্ত্রী স্বামীর কাছে এসে বলল- এভাবে ঝগড়া করার পর আমার ভালো লাগছে না,
চল এক কাজ করি, তুমি একটু আপস করো, আমিও একটু করি।
স্বামী- আচ্ছা, কী করব?
স্ত্রী- তুমি আমার কাছে ক্ষমা চাও, আর আমি তোমাকে ক্ষমা করি।
> ছেলেটি মেয়েটিকে বলল, ডার্লিং, তোমার চোখে আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি। একজন বৃদ্ধ পেছন থেকে বললেন , আমাদের গরু পাওয়া যাচ্ছে না, যদি দেখেন তাহলে বলবেন ছেলে।
> এখন সে দিন বেশি দূরে নয় যখন স্বামী-স্ত্রীর ডিজিটাল লড়াই হবে এরকম
স্ত্রী-জানি না কোন সময়ে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম।
স্বামী- আমার মাথা কাজ করছিল না যে তোমার ডিপিকে নাইস বলেছিলাম।
স্ত্রী- আমার বুদ্ধিও লোপ পেয়েছিল, যে তোমার ছবিতে হ্যান্ডসাম কমেন্ট করেছিলাম।
স্বামী- সেই সময় তোমাকে আনফ্রেন্ড করলে ভালো হতো।
স্ত্রী- আমিও যদি তোমাকে ব্লক করতাম তাহলে এই দিন দেখতে হতো না।
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)