Advertisement

Hasir Jokes: গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে গেল চিন্টু, তারপরের ঘটনা জানলে পেটে খিল দেবেন

Bengali Jokes: আজকের দ্রুত গতির জীবনে, আপনি যদি সুখী থাকেন, তাহলে মানসিক চাপ আপনার থেকে দূরে থাকবে। মানসিক চাপ দূরে রাখতে ঠাট্টা-তামাশার সাহায্য নিতে পারেন। আপনাদের হাসাতে আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়ে আপনি হাসি থামাতে পারবেন না।

Hasir JokesHasir Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2025,
  • अपडेटेड 2:58 PM IST

Bengali Jokes: আজকের দ্রুত গতির জীবনে, আপনি যদি সুখী থাকেন, তাহলে মানসিক চাপ আপনার থেকে দূরে থাকবে। মানসিক চাপ দূরে রাখতে ঠাট্টা-তামাশার সাহায্য নিতে পারেন। আপনাদের হাসাতে আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়ে আপনি হাসি থামাতে পারবেন না। 

> শান্টি একটি মোবাইল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল 
এবং প্রথম প্রশ্নেই তাকে তাড়িয়ে দেওয়া হয়...
 প্রশ্ন- সবচেয়ে বিখ্যাত নেটওয়ার্ক কোনটি? 
শান্টি - কার্টুন নেটওয়ার্ক! 

>মেয়েপক্ষ ছেলেটিকে দেখতে গিয়েছিল। 
মেয়েপক্ষ- আমরা এমন একটা ছেলে চাই যে খায় না, পান করে না বা অন্যায় কিছু করে না । 
পণ্ডিতজী - তাহলে হাসপাতালের ICU-তে এমন ছেলে পাবেন, সেখানে গিয়ে খোঁজ করুন।

>একটা ছেলে আর একটা মেয়ে একটা হোটেলে খেতে গেল। 
ওয়েটার- কী নেবেন? 
ছেলে - ওই ঝাল লঙ্কা দেওয়া ঘেভার নিয়ে এসো 
ওয়েটার - অবাক হয়ে.... কি? 
মেয়ে- এই পাগলটা পিজ্জা চাইছে। 

> বাঘ যদি আপনার শাশুড়ি এবং আপনার স্ত্রীকে একই সঙ্গে আক্রমণ করে তবে আপনি কাকে বাঁচাবেন? 
স্বামী- এটা কি জিজ্ঞেস করার বিষয়, বাঘটাকে অবশ্যই বাঁচাবো! 
পৃথিবীতে আর কটা বাঘ বাকি আছে। 
SAVE THE TIGER.

> অপহরণকারী- আপনার ছেলে এখন আমাদের হেফাজতে আছে।
 মা- প্লিজ ওর সঙ্গে  কথা বলান। 
ছেলেকে ফোন দিয়েছে অপহরণকারী। 
মা- ওখানে কী করছিস, এখন ধনে পাতা এনে কে দেবে?

> গোলু- কে তার গ্রাহকদের কাছে সবচেয়ে বিশুদ্ধ পণ্য বিক্রি করে? 
মলু- বিদ্যুৎ বিভাগ। গোলু- এটা কেমন কথা? 
মলু- হাত দিয়ে ছুঁয়ে দেখ, জানতে পারবে। 

> চিন্টু তার গার্লফ্রেন্ড  নিয়ে হোটেলে ডিনারে গেল
চিন্টু- বলো বাবু… কি অর্ডার করব? 
গার্লফ্রেন্ড - আমার জন্য পিজ্জা অর্ডার করো আর নিজের জন্য একটা অ্যাম্বুলেন্স ... 
চিন্টু - আরে অ্যাম্বুলেন্স কেন? 
গার্লফ্রেন্ড- দেখ পিছনে তোমার বউ দাঁড়িয়ে আছে... 
দুজনেই মার খেয়েছে!

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Advertisement

Read more!
Advertisement
Advertisement