Advertisement

Hasir Jokes: সবচেয়ে বেশি নকল কোথায় হয়? উত্তর জানলে অবশ্যই হাসবেন

Mojar Jokes: চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, হাসি আমাদের শরীরকে রিল্যাক্স মোডে রাখে। হাসি একটি প্রাকৃতিক ব্যায়াম। আমরা হাসলে আমাদের পেশীর ব্যায়াম হয়। সেজন্য সবারই হাসতে থাকা দরকার।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2023,
  • अपडेटेड 5:08 PM IST

Bengali Jokes: আজকের দ্রুত গতির জীবনে, আপনি যদি সুখী থাকেন, তাহলে মানসিক চাপ আপনার থেকে দূরে থাকবে। মানসিক চাপ দূরে রাখতে ঠাট্টা-তামাশার সাহায্য নিতে পারেন। আপনাদের হাসাতে আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়ে আপনি হাসি থামাতে পারবেন না। 

> শিক্ষক - ১০ নম্বরের একটি প্রশ্নের উত্তর দাও
ছাত্র - স্যার  জিজ্ঞাসা করুন। 
শিক্ষক- বলতো সবচেয়ে বেশি নকল কোথায় হয়? 
ছাত্র- স্যার, হোয়াটসঅ্যাপে। 
শিক্ষক- দারুণ, ১০ এর মধ্যে ১০ নাও। 

> ছেলে- আমার বেতন দিয়ে চালাতে পারবে? 
মেয়ে- আমি তো পারব কিন্তু তোমার কী হবে? 

> এক ব্যক্তি তার বন্ধুকে বলল... আমি ভেবেছিলাম দুটো বিয়ে করব,
একটা মারবে আরেকটা বাঁচাবে.. 
রাতে স্বপ্নে দেখলাম, একজন আমাকে ধরে রেখেছে, আরেকজন আমাকে মারছে। 

> ছেলে- বাবা, গাড়ির চাবি দাও, আমাকে কলেজে যেতে হবে, একটা  ফাংশন আছে।
 বাবা- গাড়ি কেন...? 
ছেলে - আমি যদি ১০ লাখ টাকার গাড়িতে যাই তাহলে আমার সম্মান বাড়বে... 
বাবা - এই নাও ১০ টাকা , যদি ৩০ লাখ টাকার বাসে যাও তাহলে সম্মান আরও বাড়বে... 

> প্রতিবেশী- মাসিমা, আপনি বারবার ঘরে -বাইরে করছেন কেন? কোন সমস্যা আছে? 
বৃদ্ধা মহিলা- না, আমার বউমা টিভি দেখে যোগাসন করছে। 
তাতে বাবাজী বলছেন, শ্বাসকে বাইরে রাখ, শ্বাসকে ভিতরে রাখ। 

> চিন্টু- লোহা লোহাকে কাটে... 
হীরা হীরেকে কাটে... 
তারপর পিছন থেকে একটি কুকুর তাকে কামড় দেয়... 
এখন হাসপাতালে চিকিৎসা চলছে...

> স্বামী- কেমন আছো প্রিয়া... 
তুমি নিশ্চয়ই আমাকে মি মনে, তাহলে সকালে ঝগড়া কেন করলে...?
 স্বামী চুপ করে রইলন... 
কিছুক্ষন ভাবার পর মনে মনে বললো: এটা তো বাড়ির নাম্বার লেগে গেছে... 

Advertisement

> গাপ্পু- মা সব খেলনা খাটের নীচে লুকিয়ে রাখো... 
গাপ্পুর মা- কেন? 
গাপ্পু- কারণ আমার বন্ধু ডাব্বু আসছে.. 
গাপ্পুর মা- ডাব্বু কি খেলনা চুরি করবে? 
গপ্পু- না, ও নিজের  খেলনা চিনে নেবে। 

> শিক্ষক- ভারতের একজন মহান বিজ্ঞানীর নাম বলো? 
ছাত্র- স্যার, আলিয়া ভাট
 শিক্ষক লাঠি নিয়ে- এতদিনে এই শিখলে? 
দ্বিতীয় ছাত্র- ও তোতলা স্যার, আর্যভট্টের কথা বলছে।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement