Advertisement

Mojar Jokes: ‘আদর্শ স্ত্রী’ নিয়ে লেকচার দিলেন অফিসের বস, তারপরের ঘটনা মারাত্মক!

Hasir Jokes: হাসি আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে। হাসির অনেক শারীরিক ও মানসিক উপকার রয়েছে। হাসি আপনার মস্তিষ্কে এন্ডোরফিন এবং সেরোটোনিনের মতো সুখ এবং আনন্দের হরমোনের উৎপাদন বাড়ায়। এই হরমোনগুলি একটি সুস্থ মনস্তাত্ত্বিক অবস্থা বজায় রাখতে, উদ্বেগ থেকে মুক্তি দিতে এবং মেজাজ উন্নত করতে সহায়তা করে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2023,
  • अपडेटेड 11:37 AM IST

Jokes In Bengali: হাসলে  ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না।  খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> বসের ‘আদর্শ স্ত্রী’
দুই সহকর্মীর মধ্যে কথা হচ্ছে—
রতন: সম্ভবত শোকের কারণে কয়েকদিন আমাদের অফিস বন্ধ ঘোষণা করা হবে!
রনি: কেন? কীসের শোকের ঘটনা!
রতন: আজ সেমিনারে দেওয়া বসের ‘আদর্শ স্ত্রী’ বিষয়ক আধাঘণ্টার বক্তব্য রেকর্ড করেছি। এইমাত্র অডিও ক্লিপটা তার মিসেসকে ইনবক্স করলাম।
রনি: হায় হায়, এটা কী করলি ভাই, স্যারের আজ হয়ে গেল!

> ধন্যবাদ, আবার দেখা হবে
এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে বাড়ি ফিরল। সুস্থ হয়ে উঠার পর তার এক বন্ধুর সঙ্গে দেখা—
১ম বন্ধু:  চল রাস্তা থেকে ঘুরে আসি।
২য় বন্ধু: না, আমি বাইরে যাব না।
১ম বন্ধু: কেন? কী সমস্যা?
২য় বন্ধু: ওই ট্রাকের পেছনে লেখা ছিল, 'ধন্যবাদ! আবার দেখা হবে!’

> কথার প্যাঁচ
ছোট্ট আরিয়ান গেছে বন্ধু সোহানের বাড়ি—
সোহানের মা: কী চাই?
আরিয়ান: আন্টি, সোহান কি বাইরে এসে আমাদের সঙ্গে ফুটবল খেলতে পারে?
সোহানের মা: না! বাইরে ভীষণ গরম!
আরিয়ান: ঠিক আছে, আন্টি। সোহানের আসার দরকার নেই। বাইরে অনেক গরম।
সোহানের মা: হুম।
আরিয়ান: কিন্তু আন্টি সোহানের ফুটবলটা কি বাইরে এসে আমাদের সঙ্গে খেলতে পারে?

> স্বামীর মনোযোগ পরীক্ষা
স্ত্রী: অফিস থেকে ফেরার পথে চা-পাতা আর সবজি আনতে ভুলো না! আর ভালো কথা, লিলি তোমার খোঁজ করছিল।
স্বামী: দ্রুত পাল্টা মেসেজে লিখল, লিলিটা কে?
স্ত্রী: লিলি-টিলি  আসলে কেউ নয়। দেখলাম তুমি আমার মেসেজ পড় কি না।

Advertisement

> ইংরেজি পরীক্ষায় বিজ্ঞান বইয়ের কাটিং
প্রথম বন্ধু: কী রে, গত পরীক্ষায় ইংরেজিতে সবচেয়ে বেশি নম্বর পেলি, এবার ফেল, ব্যাপারটা কী বল তো?
দ্বিতীয় বন্ধু: আর বলিস না, ইংরেজি পরীক্ষার দিন ভুল করে পকেটে  বিজ্ঞান বই নিয়ে গিয়েছিলাম।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement