Advertisement

Hilariously Funny Jokes 2023: নারীদের আকৃষ্ট করবেন কীভাবে? সাধুবাবা বাতলে দিলেন দারুণ উপায়!

Jokes in Bengali:যখন আমরা হাসি, খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ চলে যায়, যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যার ফলে শান্তির ঘুম হয়। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা হাসতে থাকি। আপনাদের হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস। তো চলুন শুরু করা যাক হাসির জন্য জোকস পড়া।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jun 2023,
  • अपडेटेड 10:48 PM IST


Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে গেছে, প্রায় সারাদিন কেউই কারও সঙ্গে কোনো কথা বলছে না। বিকেলের দিকে স্ত্রী স্বামীর কাছে এসে বললো—
স্ত্রী: দেখ এভাবে ঝগড়া করে, মুখ গোমড়া করে বসে থেকে লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই মিটিয়ে নিতে হবে।তাই তুমি কিছুটা কম্প্রোমাইজ কর আমি কিছুটা করি।
স্বামী: ঠিক আছে, আমাকে কী করতে হবে?
স্ত্রী: তুমি আমার কাছে ক্ষমা চাও, যে এরকম আর করবে না। আর আমি তোমাকে ক্ষমা করে দিই। ব্যস কম্প্রোমাইজ।

> এক লোক বিবাহ বিচ্ছেদ করতে উকিলের কাছে গেল। উকিল মামলার জন্য ১০ হাজার টাকা দাবি করলেন।
লোকটি বললো, বিয়ের সময় পুরোহিত নিয়েছিল মাত্র ১০০ টাকা। এখন দেখছি সস্তার তিন অবস্থা!

> সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক যুবক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো—
যুবক: বাবা, মেয়েরা আমার দিকে ফিরেও তাকায় না। দয়া করে কিছু উপায় বলেন বাবা।
যুবকের কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বললো—
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছায় দে।
যুবক: কেন বাবা?
বড় সাধু: আরে আমারও একই অবস্থা ছিল। এখন সাধু হওয়ায় নারীরা নিজেরাই আসে আমার কাছে।

> আদালতে এক মহিলার  স্বামী হত্যার বিচার চলছে। জজ সাহেব সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন-
জজ সাহেব: হত্যা করার রাতে আপনার স্বামী শেষ কী বলেছিলেন?
স্ত্রী: আমার চশমা কোথায় সুপর্ণা?
জজ সাহেব: শুধু এ কথা বলাতে আপনি আপনার স্বামীকে খুন করলেন?
স্ত্রী: জজ সাহেব, আমার নাম পাপিয়া।
জজ সাহেব: ওহ!

Advertisement

> ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’
হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’

> বাড়ির কর্তা তার নতুন কাজের লোককে বলছেন—
বাড়ির কর্তা: ঠিক আছে তুমি আজ থেকে কাজে লেগে যাও। প্রতিদিন ২০ টাকা করে পাবে। চার মাস পর থেকে ৪০ টাকা করে পাবে।
কাজের লোক: আমি তাহলে চার মাস পরেই আসবো।


( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement