
Funny Jokes and Chutkule: হাসলে মন এবং মেজাজ উভয়ই সতেজ থাকে। আজকের ব্যস্ততায় মানুষ হাসতেও ভুলে যাচ্ছে। তাই আপনাদের হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। যা পড়ার পর আপনি আপনার হাসি কন্ট্রোল করতে পারবেন না।
> চিকিৎসক: বাহ! আপনার ওজন দেখছি এক কেজি কমেছে!
নায়িকা: হুম, কমারই তো কথা!
চিকিৎসক: কেন?
নায়িকা: কারণ আজকে আমি মেকআপ করিনি!
> বাবা খুব শখ করে ছেলেকে কাঁধে বসিয়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরই ছেলে বাবার চুল টানছে। বাবা একসময় বিরক্ত হয়ে বললেন—
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!
> দুই ঢপবাজ একসঙ্গে গল্প করছে—
১ম ঢপবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
২য় ঢপবাজ: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে গ্যাসে বসে পড়ি!
> প্রেমিকা: তুমি কি আমাকে চাঁদ-তারা এনে দেবে?
প্রেমিক: অবশ্যই, কিন্তু আগে এক কাপ চা খাই, তারপর শুরু করি।
প্রেমিকা: চা শেষ না হলে ভালোবাসা শুরু হয় না নাকি?
প্রেমিক: না, আমি তো এনার্জি ছাড়া মহাকাশে উঠতে পারব না!
> ১ম বন্ধু: আচ্ছা তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি?
২য় বন্ধু: আমি টাকাটাই নেব।
১ম বন্ধু: আমি হলে কি জ্ঞানই নিতাম।
২য় বন্ধু: যার যেটা অভাব সে তো সেটাই নেবে।
> স্ত্রী: শুনছো? তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কী ছিল?
স্বামী (একটু ভেবে): চাকরিটা ছেড়ে দেওয়া।
স্ত্রী: আমি ভেবেছিলাম বলবে আমাকে বিয়ে করা!
স্বামী (মুচকি হেসে): আরে, ওইটা তো চাকরি ছেড়ে দেওয়ার রেজাল্ট ছিল!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)