Jokes: সুস্থ থাকার জন্য হাসি খুবই গুরুত্বপূর্ণ। হাসি আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করে। সেজন্য আমাদের সকলের সকাল-সন্ধ্যা নিয়মিত হাসতে হবে।
> একদিন সকালে একটি মেয়ে বাড়িতে বসে চা খাচ্ছিল।
একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে, তো মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেল।
মেয়েটা না দেখে মাছিসহ চা খেয়ে ফেলল।
পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল, তা শুনে তো মেয়েটি অজ্ঞান হয়ে গেল।
কী বলল মাছিটার বাবা?
মাছিটার বাবা বলেছিল- ‘দিদি শোনেন, আপনার পেটে আমার বাচ্চা।’
> দম্পতির সন্তান হয়েছে। ফুটফুটে বাচ্চা। কিন্তু একটাই দোষ। বাচ্চা কোনো কথা বলে না। এ নিয়ে তারা খুব চিন্তিত।
বারো বছর পর খাওয়ার টেবিলে-
ছেলে: আমাকে একটু চিনি দাও।
মা: কী ব্যাপার, তুমি এতোদিন কোনো কথা বলোনি কেন?
ছেলে: এতোদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আজ চায়ে চিনি কম হয়েছে।
> দুই বন্ধুর কথোপকথন-
১ম বন্ধু: নারীদের চাওয়া-পাওয়ার অনুভূতি বোঝার উপায় কী?
২য় বন্ধু: কোনো নারী যখন গলার স্বর নামিয়ে কথা বলে, তখন বুঝতে হবে তিনি কিছু চাইছেন।
আর যখন গলা চড়া করে কথা বলে, তখন বুঝতে হবে তিনি যা চেয়েছিলেন তা পাননি।
> বিয়ের ২০ বছর পরও বিবেক ও তার স্ত্রীর সম্পর্ক গভীর।
সম্প্রতি দু’জন মিলে পাঁচ জন করে লোকের একটি তালিকা বানিয়েছে, যাদেরকে বিয়ের আগে সুযোগ পেলে তারা বিয়ে করতেন-
স্ত্রীর তালিকা: শারহুখ খান, সালমান খান, টম ক্রুজ, মেসি, বিরাট কোহলি।
বিবেকের তালিকা: স্ত্রীর বোন, বৌদির বোন, স্ত্রীর বান্ধবী, প্রতিবেশিনী এবং বাচ্চার টিচার।
পর্যবেক্ষণ: পুরুষরা খুব বাস্তববাদী হয়ে থাকে। তারা এমন লক্ষ্য স্থির করে, যা একটু চেষ্টা করলে বাস্তবে পাওয়া যেতে পারে।
> ছেলে: হাই ম্যাডাম!
মেয়ে: নো রিপ্লাই।
ছেলে: এই যে ম্যাডাম!
মেয়ে: নো রিপ্লাই।
ছেলে: আপনি কি অনেক বিজি?
মেয়ে: নো রিপ্লাই।
৫ মিনিট পর ছেলেটি আবার নক করলো-
ছেলে: ম্যাডাম, আপনার সঙ্গে চ্যাটিং বা আড্ডা দিতে চাই না। শুধু একটা কথা জানতে চাই- আপনার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করে কেন?
মেয়ে: হোয়াট?
ছেলে: নো রিপ্লাই।
মেয়ে: হ্যালো ভাই... কথা বলো... রেসপন্স করো!
ছেলে: নো রিপ্লাই...
> অসময়ে স্বামী বাড়ি ফিরেই দেখলেন স্ত্রীর সেলফোনটায় রিং হচ্ছে।
স্ত্রী রান্নাঘর থেকে আসতে আসতে তিনি ফোনটা রিসিভ করলেন এবং রেখে দিলেন!
কিছুক্ষণ পর স্ত্রী এসে বললেন-
স্ত্রী: কে ফোন করেছিল?
স্বামী: হবে কোনো পশুপ্রেমি...
স্ত্রী: কীভাবে বুঝলে?
স্বামী: জিজ্ঞেস করলো, গাধাটা এখনো বাড়িতে কি-না!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)