Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> স্বামী: আই লাভ ইউ!
স্ত্রী: আই লাভ ইউ টু! আমি তোমাকে এত ভালোবাসি... এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই হচ্ছে পুরো দুনিয়া!
> স্বামী-স্ত্রীর ঝগড়ার চূড়ান্ত পর্যায় চলছে। হঠাৎ স্ত্রী বলল-
স্ত্রী : আমি প্রাণ দিয়ে দেব!
স্বামী : আমিও প্রাণ দিয়ে দেব!
স্ত্রী : কেন, তুমি মরতে চাও কেন?
স্বামী : এত বড় সুখবর আমি সহ্য করতে পারব না তাই।
স্ত্রী : তাইলে মরব না, যাও।
> ফাইভ স্টার হোটেলের বলরুমে ‘মডার্ন আর্ট এক্সিবিসন’ নামের শিল্পকর্ম প্রদর্শনীতে গেছে সেন্টু। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।
সেন্টু: তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষ আছে নাকি? কোথা থেকে আঁকেন এমন ছবি?
শিল্পী: আজ্ঞে না। আপনি হোটেলের একটি চমৎকার আয়নার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন এখন।
> স্বামী : কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না। এটা ডাল হয়েছে? না লবণ, না কোনও মশলা!
স্ত্রী : আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইল দেখতে দেখতে খাবার খেয়ো না! ভাতে তুমি ডাল দাওনি, জল ঢেলেছো!
> স্ত্রী : আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কী করবে ?
স্বামী : কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী : কী লিখবে?
স্বামী : যে পাবে তার!
> স্বামী : আজ তরকারিতে লবণ বেশি লাগছে।
স্ত্রী : লবণ ঠিকই আছে। সবজি কম হয়েছে ,বলেছিলাম না, তরি-তরকারি বেশি করে আনবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)