Funny Memes: আপনাকে হাসাতে এবং খুশি রাখতে, আমরা মজার জোকস নিয়ে এসেছি। এই জোকসগুলো পড়ে আপনি নিশ্চয়ই আপনার হাসি কন্ট্রোল করতে পারবেন না।
> রাস্তায় দুই বন্ধুর দেখা। এক বন্ধু খুঁড়িয়ে হাঁটছে—
১ম বন্ধু: কী রে, তোর পা ভাঙল কীভাবে?
২য় বন্ধু: আরে বলিস না ভাই, সিগারেটের জন্য!
১ম বন্ধু: সে আবার কী কথা, সিগারেটের জন্য পা ভাঙবে কীভাবে?
২য় বন্ধু: আর বলিস না, সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যাহহোলে।
১ম বন্ধু: তাতেই বা সমস্যা কোথায়? তাতেই বা পা ভাঙবে কেন?
২য় বন্ধু: অভ্যাসবশে পা দিয়ে মাড়িয়ে নেবাতে গিয়েছিলাম।
> ছোট্ট মলির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মলির মা এসে বললেন-
মা: মলি মা আমার, কী করছ?
মলি: বান্টিকে চিঠি লিখছি মা।
মা: কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।
মলি: বান্টিও এখনো পড়তে জানে না মা।
> উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ, তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে, তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’
চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!
> একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।
> গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?
বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?
পলি: স্যার, আমি পারবো।
শিক্ষক: তাহলে বল তো দেখি?
পলি: আপনার বয়স চল্লিশ।
শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?
পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।
> শিক্ষক: তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে?
ছাত্র: কিন্তু স্যার, বাবা যে বলেছিলেন, আমাদের সৃষ্টি হয়েছিল বানর থেকে।
শিক্ষক: এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)