Funny Memes: আপনাকে হাসাতে এবং খুশি রাখতে, আমরা মজার জোকস নিয়ে এসেছি। এই জোকসগুলো পড়ে আপনি নিশ্চয়ই আপনার হাসি কন্ট্রোল করতে পারবেন না।
> স্বামী- জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে বাসন ছুড়ে মারে।
জজ- সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী- আগে থেকেই
বিচারক - তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী- কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।
> বাচ্চা- বাবা আমাদের নতুন প্রতিবেশী খুব গরীব?
বাবা- তুমি জানলে কী করে?
বাচ্চা- ওদের ছেলে এক টাকার কয়েন গিলে ফেলেছে,
কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে!
> স্বামী- আজকে এই রুটিগুলো কীভাবে পুড়িয়েছে?
স্ত্রী- কারণ আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি।
স্বামী- তোমার সুন্দর হওয়ার সঙ্গে পোড়া রুটির কী সম্পর্ক?
স্ত্রী- আমার সৌন্দর্য দেখে রুটিও জ্বলতে শুরু করেছে।
> একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।
> গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?
বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?
পলি: স্যার, আমি পারবো।
শিক্ষক: তাহলে বল তো দেখি?
পলি: আপনার বয়স চল্লিশ।
শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?
পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।
> শিক্ষক: তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে?
ছাত্র: কিন্তু স্যার, বাবা যে বলেছিলেন, আমাদের সৃষ্টি হয়েছিল বানর থেকে।
শিক্ষক: এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)