Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।
> স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। দু’জনই চিৎকার-চেঁচামেচি করে কথা বলছেন—
স্ত্রী: তুমি আমার সঙ্গে চিৎকার করে কথা বলছো কেন?
স্বামী: তোমার মতো বউয়ের সঙ্গে চিৎকার করে কথা না বলে মিষ্টি সুরে কথা বলব নাকি!
স্ত্রী: সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার মতো বউ আরেকটা পাও কি না!
স্বামী: তুমি কী ভাবছো, দ্বিতীয়বারও আমি তোমার মতোই বউ খুঁজব?
> বাসে খালি সিটে বসা নিয়ে দুই নারী ঝগড়া করছিল। কন্ডাক্টর কোনো যুক্তিতেই তাদের দমাতে পারছিল না। শেষে একটা সহজ বুদ্ধি এলো তার মাথায়-
কন্ডাক্টর: দুই আপারেই কইতাছি, আপনাগোর মধ্যে যিনি বয়সে বড় তিনি বসে যাবেন সিটে!
এ কথার পর হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঝগড়া বন্ধ! দুই নারীর কেউই আর বসলেন না সিটে। মুখে কথা নেই, সারা রাস্তা তারা দাঁড়িয়ে পার করলেন।
> আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী।
বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান… বাঁয়ে যান… হুঁ, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যাঁর আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!
> বউ- আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কী করবে?
স্বামী- আমি পাগল হয়ে যাব।
স্ত্রী- মানে তুমি দ্বিতীয় বিয়ে করবে না?
স্বামী- পাগল যা কিছু করতে পারে।
> টিটু- স্টেশনে যেতে কত টাকা লাগবে?
রিকশাওয়ালা - ৫০
টিটু - ২০ নাও...
রিকশাওয়ালা - ২০ তে কে নেবে?
টিটু- তুমি পিছনে বসো, আমি তোমাকে নিয়ে যাব।
> মিঙ্কি- মা, জীবনে এগিয়ে যেতে কী করতে হবে?
মা (রেগে গিয়ে) - পাথর নাও, সবার আগে মোবাইলটা ভাঙো।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)