Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> একজন বৃদ্ধের বাড়ির দেওয়ালে সবসময় কেউ না কেউ হিসি করে যেতো।
কিন্তু বৃদ্ধ কাউকেই ধরতে পারতেন না।
তাই উনি মাথায় বুদ্ধি খাটিয়ে দেওয়ালে লিখলেন: এই দেওয়ালে কুকুর হিসি করে।
ওই লেখাটি দেখার পর থেকে কেউই দেওয়ালে হিসি করতো না।
রাস্তা দিয়ে পল্টু যাচ্ছিল, তখনই ওই লেখা দেখে পল্টু দেওয়ালে হিসি করে দিলো,
এবং মনে মনে পল্টু বলতে লাগলো: হিসি করলাম আমি আর নাম যাবে কুকুরের।
> মহিলা : আমের ভেতর থেকে পোকা বেরোলো তো।
দোকানদার: ম্যাডাম , এসব তো ভাগ্য আপনার, কোনদিন দেখবেন হয়ত সোনা বেরিয়ে না যায়।
মহিলা: তাহলে আমাকে আরো ৫ কিলো দিন।
> এক লোকের বাড়ি সার্চ করে পুলিশ জাল নোট ছাপার মেশিন পেয়ে গেল ।
তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে বলল-
আমাকে গ্রেফতার করতে চান কেন?
আমার কাছে তো একটাও জাল টাকার নোট পাননি।
পুলিশ বলল- কিন্তু জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি ।
লোকটি বলল- তাহলে একটি মেয়েকে রেপ করার দায়েও আমাকে গ্রেফতার করুন ।
পুলিশ-
আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন?
লোকটি- না, কিন্তু রেপ করার যন্ত্র তো আমার কাছে আছে!
> স্ত্রী : আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কী করবে ?
স্বামী : কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী : কি লিখবে?
স্বামী : যে পাবে তার!
> একজন মহিলা মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে এলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম , আপনার কী সমস্যা?
মহিলা: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
মহিলা: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি
> রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলে।
তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি লোকটার পকেটে হাত ঢুকাচ্ছিলে কেন?
পকেটমার: আজ্ঞে, হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল।
আমার প্যান্টের পকেট ছিল না,
তাই হাতটা একটু গরম করার জন্য ভদ্রলোকের পকেটে ঢুকাচ্ছিলাম।
> শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝাচ্ছিলেন।
অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন,
ছোটন বলতো আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছোটন: স্যার আকাশে তো খাওয়ার কেউ নেই, তাই!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)