Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> মালিক: এই বল্টু, তুই আমার নারকেল গাছে কেন?
বল্টু: গরুর জন্য ঘাস কাটতে উঠেছি।
মালিক: তোর কি মাথা খারাপ, নারকেল গাছে ঘাস পাবি কই?
বল্টু: ঘাস পাইনি, তাই তো নামছি।
পরদিন আবারও বল্টু গেল চুরি করতে। আবারও মালিক দেখে ফেলল--
মালিক: তুই আবার গাছে উঠেছিস কেন?
বল্টু: না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম।
> বানান বিভ্রাটে যে অবস্থা হলো
ক্লাসে শিক্ষক তার ছাত্রদের ইংরেজি পড়াচ্ছেন, হঠাৎ এক ছাত্র জিজ্ঞেস করল--
ছাত্র: আচ্ছা স্যার, ‘নাটুরে’ মানে কী?
শিক্ষক: আচ্ছা, তোর ‘নাটুরে’র বানানটা কী হবে বল তো?
ছাত্র: স্যার ‘NATURE’।
শিক্ষক: ওরে গাধা, ওটা নাটুরে না। ওটা হবে ‘ন্যাচার’ মানে প্রকৃতি। বের হয়ে যা আমার ক্লাস থেকে, আজই তোকে টিসি দিয়ে দেব।
ছাত্র: স্যার, প্লিজ প্লিজ এমন করবেন না। তাহলে আমার ‘ফুটুরে’ নষ্ট হয়ে যাবে।
> খাবার টেবিলে বসেই বল্টুর বায়না।
বল্টু: বাবা, চল আজ বাইরে কোথাও খেতে যাই। ঘরে খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে।
বল্টুর বাবা: যা, ভাত-তরকারি নিয়ে উঠaনে গিয়ে বস। শীতে রোদ পোহানোও হবে, তোর বাইরে খাওয়ার স্বাদও মিটবে।
> সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। উঠতি এক মাস্তানের খুব পছন্দ হয়েছে তাকে।
সাহস করে সামনে গিয়ে দাঁড়ালো। কোনো ভূমিকা ছাড়াই বলল-
মাস্তান: বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী: হ্যাঁ । কোনো সমস্যা?
মাস্তান: না মানে, ছেলে কী করে?
এক কথা শুনে সুন্দরী কষে এক চড় লাগালো মাস্তানের গালে-
মাস্তান: এটা কী হলো?
সুন্দরী: আফসোস! সে এখন শুধু আফসোস করে।
> বারে বসে মাতাল দুই বন্ধু গল্প করছে-
সজিব: আচ্ছা রাজিব, বউরা বমি করলে আমরা কী বুঝি?
রাজিব: কেন, সুখবর আছে।
সজিব: আর স্বামীরা বমি করলে?
রাজিব: আজকে আবার হাবিজাবি খেয়ে এসেছো...
> পার্কের বেঞ্চে বসে প্রেমিক-প্রেমিকা গল্প করছে-
প্রেমিক: বর্তমান যুগের প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো...
প্রেমিকা: দেখলে কী হতো?
প্রেমিক: তাহলে তাজমহল ভেঙে তাজ বিড়ির দোকান দিতো।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)