Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> এক ভদ্রলোক তার স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন,
যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে।
তার স্ত্রী তার গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন,
তুমি কী ভাব, আমি তোমাকে ভালোবাসি না?
> স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল,
বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?
স্ত্রী বলল, হ্যাঁ।
স্বামী রেগে বলল,
তাহলে ওই লোকটির নাম বলো। এক্ষুণি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।
স্ত্রী বলল, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?
> স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে।
কিছুতেই সমঝোতা হচ্ছে না—
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-খয়রাত করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়।
এক নারী আর এক নারীকে বললেন,
‘আমি আর আমার স্বামী দু’জনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না।
আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না?
দ্বিতীয় নারী: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।
> নতুন বিয়ে করেছে শ্যামল। তার বন্ধু বিজয় রাতে ফোন করেছে বন্ধুর খোঁজ খবর নিতে—
বিজয়: বন্ধু, বিয়ের পর কেমন চলছে তোর।
শ্যামল: খুব ভালো চলছে।
বিজয়: কী করছিস এখন?
শ্যামল: এই তো, তোর বৌদির সাঙ্গে ডিনার শেষ করে উঠলাম। আর এখন স্কচ নিয়ে বসেছি।
বিজয়: বলিস কী? আমিও আসছি তবে। তা কোনটা? ব্ল্যাক লেবেল নাকি রেড লেবেল?
শ্যামল: আরে না না! স্কচ না, স্ক্রচ! স্ক্রচব্রাইট দিয়ে বাসন মাজতে বসেছি। চাইলে তুইও চলে আয়।
> শিক্ষক: বলো তো পল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
পল্টু: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: মা বলেছে, আমি যেদিন পাস করব, সে দিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)