Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করলো—
১ম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
২য় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
১ম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
২য় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
১ম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?
২য় ব্যক্তি: তিন কপি।
১ম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।
> পিন্টু: তামাক খাওয়াটা খারাপ কাজ। ছাড়তে পারলি না। কিন্তু তাই বলে এত লম্বা পাইপ লাগিয়ে হুক্কা টানার দরকার কী?
নান্টু: বন্ধু, ডাক্তারও বলছে তামাক থেকে দূরে থাকতে, তোরাও বলিস। তাই তামাককে দূরে রাখার চেষ্টা করছি আর কী...
> প্রশ্নকর্তা: যে ব্যাচেলর পুরুষটির সব আছে, তাকে আর কী দেওয়া যায়?
চাকরিপ্রার্থী: একজন স্ত্রী।
প্রশ্নকর্তা: কেন, কেন?
চাকরিপ্রার্থী: স্ত্রী-ই শেখাবেন তার সবগুলো জিনিসের ব্যবহারবিধি।
> শিক্ষক: আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু।
পল্টু: স্যার, আমি থাকতে পারবো না!
শিক্ষক: কেন?
পল্টু: স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।
> ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: এই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।
কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট।
স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বললো—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।
> খাবার টেবিলে বসেই বল্টুর বায়না।
বল্টু: বাবা, চল আজ বাইরে কোথাও খেতে যাই। ঘরে খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে।
বল্টুর বাবা: যা, ভাত-তরকারি নিয়ে উঠানে গিয়ে বস। শীতে রোদ পোহানোও হবে, তোর বাইরে খাওয়ার স্বাদও মিটবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)