Viral Memes: জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> এক ব্যক্তি গেছেন জ্যোতিষীর কাছে। গিয়ে বলছেন—
ব্যক্তি: বাবা, আমাকে সুখী দাম্পত্য জীবনের জন্য মন্ত্র দিন।
জ্যোতিষী: শোন, সুখী জন্য পুরুষের করণীয় দুটো।
ব্যক্তি: বাবা, তাড়াতাড়ি বলুন।
জ্যোতিষী: ১. যখনই কোনো ভুল করবি, সঙ্গে সঙ্গে স্বীকার করতে ভুলবি না।
২. যদি তোর কথাই ঠিক হয়, তাহলে মনের ভুলেও সেটা বলতে যাবি না।
> নার্স ঘুমন্ত রোগীকে জোর করে ডেকে তুলছেন দেখে চিকিৎসক জিজ্ঞেস করলেন—
চিকিৎসক: আরে আরে, করছেন কী? অযথা ঘুমন্ত রোগীকে ডাকছেন কেন?
নার্স: স্যার, রোগীর এখন ওষুধ খাওয়ার সময়। না ডাকলে সঠিক সময়ে তার ওষুধ খাওয়া হবে না।
চিকিৎসক: কিসের ওষুধ, যেটা তাকে এখনই খাওয়াতে হবে?
নার্স: ঘুমের ওষুধ স্যার।
> ট্যাক্সি ঠিক করছেন এক ভদ্রমহিলা।
ভদ্রমহিলা: এই ট্যাক্সি, যাবে?
ট্যাক্সি ড্রাইভার: কোথায়?
ভদ্রমহিলা: মার্কেটে। তুমি বাইরে অপেক্ষা করবে। কেনাকাটা শেষ হলে তোমাকে নিয়েই ফিরে আসব। চিন্তা করো না, তোমাকে টাকা বাড়িয়ে দেব।
ট্যাক্সি ড্রাইভার: আপনার সঙ্গে কি আপনার স্বামীও যাবেন?
ভদ্রমহিলা: হ্যাঁ। কিন্তু কেন?
ট্যাক্সি ড্রাইভার: তাহলে ভাড়া বেশি দিতে হবে।
ভদ্রমহিলা: কেন?
ট্যাক্সি ড্রাইভার: কারণ তাহলে আমাকে যাওয়ার সময় ব্যাঙ্কের সামনে এবং ফেরার সময় হাসপাতালের সামনেও অপেক্ষা করতে হবে!
> সুন্দরি রোগী: আমি শুধু একটা জিনিসই চাই!
ডাক্তার: সেটা কী???
রোগী: বাচ্চা!
ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না, এ ব্যাপারে আমি কখনও ব্যর্থ হইনি!!!
> শিক্ষকঃ বিদ্যুৎ কোথা থেকে আসে ?
ছাত্রঃ আমার মামার বাড়ি থেকে স্যার ।
শিক্ষকঃ কীভাবে ?
ছাত্রঃ স্যার - যখনই বিদ্যুৎ চলে যায়- বাবা বলে - এই শালা - বিদ্যুৎ বন্ধ করে দিল
> সাধু একদিন আমন্ত্রিত হয়ে একটি স্কুলের ক্লাসে গেল।
সাধুঃ জীবনে সফল না হয়েও সফল হওয়ার উপায় কী - কেউ বলতে পারো ?
শিক্ষার্থীরাঃ না আমরা জানি না।
সাধুঃ সফল হওয়ার একমাত্র বিকল্প হলো - নিজের নাম পাল্টে ‘সফল’ রাখা।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)