JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।
> ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: এই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।
কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বললো—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।
> এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা।
গোয়েন্দা: গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী: নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!
> বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল! স্ত্রীর সঙ্গে কী কথা বলবে সে? আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বললো—
পল্টু: আপনার বাসার লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।
> ছেলে: বাবা, বাবা! ভাই না একটা পোকা খেয়ে ফেলেছে।
বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!
ছেলে: ভয় পেয়ো না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইযকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
> শিক্ষক : বলো তো, বিদ্যুৎ চলে গেলে আমরা কী দেখতে পাই?
ছাত্র : আমাদের ভবিষ্যৎ স্যার!
শিক্ষক : মানে! বিদ্যুৎ গেলে আমাদের ভবিষ্যৎ কীভাবে দেখা যায়?
ছাত্র : কেন স্যার, আপনিই তো বলেছেন, আমাদের ভবিষ্যৎ নাকি অন্ধকার!
> শিক্ষক : রনি, তুমি বড় হয়ে কী হতে চাও বলো তো?
রনি : স্যার, আমি বড় হয়ে গুগলের সিইও হতে চাই। আমার তখন সুন্দর সুন্দর পোশাক থাকবে। দামি ব্র্যান্ডের গাড়ি থাকবে। সুস্বাদু সব খাবার খাব। উড়োজাহাজে দেশ-বিদেশ ঘুরে বেড়াব। ফাইভ স্টার হোটেলে থাকব।
শিক্ষক : ব্যস হয়েছে। এত বড় উত্তর দেওয়ার কোনো দরকার নেই। সংক্ষেপে বললেই হবে। সবাই ছোট্ট করে উত্তর দেবে। আচ্ছা মিতু, তুমি বড় হয়ে কী হতে চাও?
মিতু : রনির বউ।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)