Advertisement

Funniest Husband And Wife Jokes: বরের জন্য সিঙ্গারা বানিয়েছেন স্ত্রী, তারপরের ঘটনা জানলে হো হো করে হাসবেন!

Funny Jokes and Chutkule: হাসি আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ত সময়ে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এগুলি পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Funniest Husband And Wife JokesFunniest Husband And Wife Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2025,
  • अपडेटेड 3:28 PM IST

Jokes: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দৌড়াদৌড়ির জীবনের মাঝে টেনশন মুক্ত থাকতে হাসতে থাকা খুব জরুরি। হাসি মানসিক চাপ দূর করে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কৌতুক। যা পড়ার পর আপনি কিছু সময়ের জন্য আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> স্বামী প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফেরেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া।
স্বামী (মোবাইলে): আজ রাতের খাবার কী?
স্ত্রী (রেগে): বিষ আছে! বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।

> স্ত্রী: কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।
স্বামী: না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব !
স্ত্রী: কিন্তু কেন?
স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারব না!

> স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে।
স্ত্রী: (ধমকের স্বরে) কোথায় তুমি?
স্বামী: প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ্! যদি এটা কিনতে পারতাম?’
স্ত্রী: (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে!
স্বামী: আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।


> স্বামী-স্ত্রী দু’জনই অলস। ছুটির দিনেও বাড়িতে  অলস সময় কাটাচ্ছে। স্বামী মোবাইল নিয়ে ব্যস্ত আর স্ত্রী টিভির সামনে।
স্বামী: গলা শুকিয়ে কাঠ হয়ে গেল; আমাকে এক গ্লাস জল দাও তাড়াতাড়ি।
স্ত্রী: পনিরের সিঙ্গারা বানিয়েছি, দেব?
স্বামী: আহ! কী শোনালে? একেবারে জিভে জল এসে গেল!
স্ত্রী: এইবার সেই জলে পিপাসা মেটাও। আমি সিরিয়াল ছেড়ে এখন উঠতে পারবো না...

> মেয়ের বাবা: আমি চাই না আমার মেয়ে কোনো পাগলের সঙ্গে তার বাকি জীবনটা কাটাক!
প্রেমিক: সে জন্যই তো তাকে বিয়ে করে যত দ্রুত সম্ভব এ পাগলা গারদ থেকে নিয়ে যেতে চাই, আঙ্কেল!

> স্ত্রী তার স্বামী কে মেসেজ করলো:
অফিস থেকে আসার সময় এক কেজি আটা, এক কেজি আলু আর এক কেজি চিনি নিয়ে আসবে। আর তানিয়ার তোমাকে দেখা করতে বলেছে।
স্বামী: তানিয়া কে?
স্ত্রী: কেউ না। তুমি মেসেজটা পড়লে কিনা নিশ্চিত হয়ে নিলাম ।
স্বামী: কিন্তু আমি তো সোনিয়ার সঙ্গেই আছি, তুমি কোন তানিয়ার কথা বলছো?
স্ত্রী: তুমি কোথায় ?
স্বামী: সবজি বাজারের কাছাকাছি।
স্ত্রী: তুমি ওখানেই অপেক্ষা করো, আমি আসছি ।
দশ মিনিট পর স্ত্রী সবজি বাজারে পৌঁছে তার স্বামীকে মেসেজ পাঠালো, ‘কোথায় আছো তুমি?’
স্বামী: আমি অফিসে আছি, এখন তোমার যা বাজার দরকার, সেটা কিনে নাও।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement