Jokes: হাসি-ঠাট্টা করা শুধুমাত্র আশেপাশের পরিবেশকে হালকা এবং মনোরম রাখে না, তবে ব্যক্তির মনও শান্ত ও খুশি থাকে। সেই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সবসময় হাসতে পরামর্শ দেন। আপনিও যদি নিজেকে ফিট রাখতে চান, তাহলে প্রতিদিন মজার জোকস পড়ুন।
> বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল! স্ত্রীর সঙ্গে কী কথা বলবে সে? আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বললো—
পল্টু: আপনার বাড়ির লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।
> বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছিলেন আমেরিকান স্বামী-স্ত্রী। শহরের সবচেয়ে দামি হোটেলে রোম্যান্টিক ডিনার শেষে স্বামী হঠাৎ স্ত্রীর হাত ধরে বলা শুরু করলেন—
স্বামী: দেখো লিন্ডা, আমাদের প্রথম পাঁচটি সন্তানই দেখতে আমাদের পরিবারের কারও না কারও মতো। কিন্তু শুধু ষষ্ঠজনই কারও মতোই দেখতে হয়নি। আমি সারাজীবন তোমাকে যেমন ভালোবেসেছি বাকি দিনগুলোতেও একইভাবে ভালোবেসে যাব। আমি কথা দিচ্ছি। শুধু একবার আমাকে সত্যি করে বল, তার বাবা কি আলাদা কেউ?
প্লিজ লিন্ডা আমি শুধুই জানতে চাইছি। আর কিছু নয়।
স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললো: তুমি ঠিক ধরেছ।
স্বামী: কে ? কে তবে তার বাবা ?
স্ত্রী: তুমি।
> শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।
স্যার: সে কী, কেন?
ছাত্র: আরে, ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?
> শিক্ষক: তুহিন বলো তো, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণির নাম কী?
তুহিন: স্যার, গরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণি।
শিক্ষক: কীভাবে?
তুহিন: স্যার, গরু নিজে জল খায়, আর দুধ দেয় মানুষকে।
> বিউটি পার্লারের গেটের পাশে সাইনবোর্ড লাগানো—
‘এই পার্লারের গেট দিয়ে কোনো সুন্দরী মেয়েকে বের হতে দেখলে মনের ভুলেও শিস বাজাবেন না।
কেননা সে কিন্তু আপনার ঠাকুমাও হতে পারে!’
> মা মশা বলছে তার সন্তানদের—
মা: তোমরা যদি সারাদিন ভালো আচরণ করো, তাহলে রাতে তোমাদের পিকনিকে নিয়ে যাব।
বাচ্চা: পিকনিকে? কোথায় হবে সেটা?
মা: পাশের জঙ্গলে। একদল ট্যুরিস্ট এসেছে। সারারাত কাটাবে ওখানে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)