Funny Jokes: আপনি যদি মানসিক চাপ এবং দুশ্চিন্তার মতো সমস্যা থেকে দূরে থাকতে চান, তাহলে প্রতিদিন সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস করুন। হাসতে থাকলে আমরা অনেক সমস্যা ভুলে যাই এবং মানসিক চাপ থেকে দূরে থাকি। যোগ গুরু এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মানুষকে সুস্থ থাকতে হাসতে পরামর্শ দেন। ঠাট্টা-তামাশা মানুষের জীবনে উষ্ণতা যোগায়। সুস্থ থাকতে চাইলে প্রতিদিন মন খুলে হাসুন। তাই আমরা আপনাদের জন্য কিছু ভাইরাল জোকস নিয়ে এসেছি, চলুন শুরু করা যাক ...
> রিক্সাওয়ালা আর প্যাসেঞ্জার—
প্যাসেঞ্জার(নবম শ্রেণির শিক্ষার্থী): (মোবাইলে) তুমি কি দেখেছো আকাশের রোদটা আজ কতটা মিষ্টি!
রিক্সাওয়ালা: হ দেখছি, কিন্তু মিষ্টি না গরমে পুইড়া যাইতাছি।
প্যাসেঞ্জার: আরে মামা আপনাকে বলছিনা আমি আমার বাবুকে বলছি।
রিক্সাওয়ালা: আরে মামা, কন কি, আপনে তো এখনো ছোট। এই ছোট বয়সে বিয়ে করে বাচ্চাও হয়ে গেলো!
প্যাসেঞ্জার: না মামা, বাবু মানে আমার গার্লফ্রেন্ড।
রিক্সাওয়ালা: সে কি ছোট এখনো বাবু ডাকছেন!
> দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে—
১ম বন্ধু: আমার বড় হয়ে শুধু একটিই স্বপ্ন। তোর নাতনিকে আমার মেয়ে বানাবো।
২য় বন্ধু: আমার নাতনি তোরে দাদু বলে ডাকবে তা হলে মেয়ে কীভাবে বানাবি!
১ম বন্ধু: আরেহ! তোর মেয়েকে বিয়ে করে।
২য় বন্ধু: আমার মেয়ে তোর মেয়ে হবে। তুই আমার মেয়েকে বিয়ে করলেও তোর মেয়ে হবে। নিজের মেয়ের মতো দেখিস।
> ভারতীয় টিভি সিরিয়ালে আসক্ত নান্টুর স্ত্রী। বিরক্ত হয়ে একদিন নান্টু জানতে চাইলো—
নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?
স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।
নান্টু: কী সেটা?
স্ত্রী: তা হচ্ছে- যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।
> দুই প্রতিবেশী মহিলা একে অপরের সঙ্গে কথা বলছিল।
প্রথম প্রতিবেশী: আপনি জানেন ২৪ বছর পর্যন্ত আমার কোন সন্তান হয়নি।
দ্বিতীয় প্রতিবেশীঃ তাহলে আপনি কী করলে?
প্রথম প্রতিবেশী: আমার বয়স যখন ২৪, তখন আমার পরিবারের সদস্যরা আমার বিয়ে দিল
তারপর মুন্ন হল
অপর প্রতিবেশীকে ICU-তে ভর্তি করা হয়েছে
> দুই বন্ধু পার্কে বসে একে অপরের সঙ্গে কথা বলছে...
রাম - মানুষের মস্তিষ্ক ২৪ ঘন্টা কাজ করে এবং মাত্র দুইবার বন্ধ হয়ে যায়।
শ্যাম- কখন কখন...?
রাম - প্রথমটা পরীক্ষার সময় প্রথম এবং দ্বিতীয়টা স্ত্রী পছন্দের সময়।
> স্ত্রী:- তুমি আমার সৌন্দর্য বেশি পছন্দ কর নাকি আমার স্বভাব?
স্বামী :- তোমার মজা করার অভ্যাস আমার খুব ভালো লাগে।
স্বামীর কথা শুনে স্ত্রী অবাক!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)