
JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।
> প্রেমিকা: তুমি কি আমায় মিস করো?
প্রেমিক: হ্যাঁ, প্রতিদিন করি।
প্রেমিকা: কতটা?
প্রেমিক: যতটা আমি টিফিনে বিরিয়ানি মিস করি!
প্রেমিকা: মানে আমি তোমার কাছে বিরিয়ানির মতো?
প্রেমিক: হ্যাঁ, আর তোমার বাবার কাছে আমি ‘অতিরিক্ত ঝাল’!
> প্রেমিকা: আমি তোমার প্রোফাইল পিকচারে হার্ট দিইনি, রাগ করেছো নাকি?
প্রেমিক: রাগ কেন করবো? আমি তো তোমার হার্টটাই চাই, ইমোজি না!
প্রেমিকা: ওহো! তাহলে রিয়েল হার্ট দিচ্ছি না, ফেসবুকেই ম্যানেজ করো!
> প্রেমিকা: তুমি সারাদিন ফোনে গেম খেলো, আমার সাথে কথা বলো না কেন?
প্রেমিক: আরে গেমটা তো অফলাইন চলে, কিন্তু তুমি অনলাইন না থাকলে কথা কইবো কিভাবে?
প্রেমিকা: আমি তো সারাক্ষণ অনলাইন!
প্রেমিক: হ্যাঁ, কিন্তু ব্যস্ত থাকো ‘লাস্ট সিন’ অফ করে!
> এমনকি খুব কষ্টের মধ্যেও স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিবেন না ।
আমি দুই বছর আগে ২০ হাজার নিয়েছিলাম।
৫০ হাজার দিয়েছি, এখনো ২৫ হাজার বাকি, জানি না কোন হিসাবে হলো।
> ছেলে- বন্ধু, ওই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও,
বন্ধু- কেন?
ছেলে- যখন থেকে বলেছি, দিল চির কে দেখ তেরা হি নাম হো গা,
সে ছুরি নিয়ে আমার পিছু নিয়েছে।
> টিল্লু তার অসুখ নিয়ে ডাক্তারের কাছে গেল,
ডাক্তার- আপনার অসুস্থতার সঠিক কারণ বুঝতে পারছি না,
মদ খাওয়ার কারণে হতে পারে,
টিল্লু- সমস্যা নেই ডাক্তার, আপনি যখন নেশা কাটবে তখন আবার আসব।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)