JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।
> শিক্ষিকা: ৫৫ সংখ্যায় লেখো।
ছাত্রী: কীভাবে মিস?
শিক্ষিকা: প্রথমে একটা ৫ লেখো তারপর আরেকটা ৫।
ছাত্রী: একটা ৫ লিখে থেমে গেলো।
শিক্ষিকা: কি হলো?
ছাত্রী: কোনপাশে লিখবো বাম পাশে না ডান পাশে?
> এক এলাকায় ছয়জন মিলে জুয়া খেলছিলো। পুলিশ ওখানে গিয়ে সমস্ত জুয়াড়ি কে ধরে ফেললো।
একজন জুয়াড়ি হটাৎ করেই পুলিশের গাড়িতে উঠে পড়লো।
এটা দেখে পুলিশ অফিসার প্রশ্ন করলেন: “তুই হটাৎ করেই গাড়িতে উঠলি কেন” ?
জুয়াড়ি: আগের বারও ধরা পড়েছিলাম, সেবারে বসার সিট পাইনি।
> প্রেমিকের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রেমিকা বললো, ‘তুমি কখনও রুমাল বিক্রি করেছো?’
প্রেমিক: না, তো।
প্রেমিকা: করলে ভালো হতো। ঠিক আছে, এই রুমালগুলো রাখো আর আমার কাছে রুমাল বিক্রির অভিনয় করো।
প্রেমিক: ওমা! কেন?
প্রেমিকা: ঐ যে আমার স্বামী আসছে।
> ভীতু লোক: ওহে জেলে ভাই, নদীতে সাপ নেই তো?
জেলে: না ভাই, সাপ নেই।
ভীতু লোক: তাহলে তো নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে: হ্যা, করা যায় কিন্তু সাবধানে স্নান করতে হবে।
ভীতু লোক: কেন?
জেলে: কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে।
> একজন মহিলা মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে এলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম , আপনার কি সমস্যা?
মহিলা: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
মহিলা: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি
> শিক্ষকঃ বল তো ছোটন, কলকাতা কোথায় অবস্থিত?
ছোটনঃ খাটের নীচে স্যার।
শিক্ষকঃ এসব কী বলছ!
ছাোটনঃ বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন মা বলেন বাবা কলকাতা গেছেন। তখন তো বাবা খাটের নীচে থাকেন।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)