Advertisement

Best Funny Jokes: দ্বিতীয় বিয়েতে কী করা যাবে না? উত্তর শুনলে চমকে উঠবেন!

Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2023,
  • अपडेटेड 7:22 PM IST

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।


> স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে গেছে, প্রায় সারাদিন কেউই কারও সঙ্গে কোনো কথা বলছে না। 
বিকেলের দিকে স্ত্রী স্বামীর কাছে এসে বললো—
স্ত্রী: দেখ এভাবে ঝগড়া করে, মুখ গোমড়া করে বসে থেকে লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই মিটিয়ে নিতে হবে।তাই তুমি কিছুটা কম্প্রোমাইজ কর আমি কিছুটা করি।
স্বামী: ঠিক আছে, আমাকে কী করতে হবে?
স্ত্রী: তুমি আমার কাছে ক্ষমা চাও, যে এরকম আর করবে না। আর আমি তোমাকে ক্ষমা করে দিই। ব্যস কম্প্রোমাইজ।

> রোগী: ডাক্তার সাহেব, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘণ্টা আমার মাথাব্যথা করে।
 সমাধান কী, বলুন তো?
ডাক্তার: এক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন!

> স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। দু’জনই চিৎকার-চেঁচামেচি করে কথা বলছেন—
স্ত্রী: তুমি আমার সঙ্গে চিৎকার করে কথা বলছো কেন?
স্বামী: তোমার মতো বউয়ের সঙ্গে চিৎকার করে কথা না বলে মিষ্টি সুরে কথা বলব নাকি!
স্ত্রী: সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার মতো বউ আরেকটা পাও কি না!
স্বামী: তুমি কী ভাবছো, দ্বিতীয়বারও আমি তোমার মতোই বউ খুঁজব?

> জামাইবাবু : তোমাদের এখানে সবচাইতে বিখ্যাত কী?
শালী : যে সবচেয়ে বিখ্যাত ছিল তাকে তো আপনি নিয়ে গেছেন।

> বউ: এই আজতো আমাদের ১ম বিবাহ বার্ষিকী। আমরা আজ কী করবো?
বর: আজ আমরা দুই মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করি।

> পল্টু ও বল্টু মিশরে ঘুরতে গেছে। একটি মিশরীয় মমি দেখে
পল্টু : এত্ত ব্যান্ডেজ ! নিশ্চয়ই কোন ট্রাক অ্যাক্সিডেন্টের কারণে এই অবস্থা!
বল্টু : ঠিক! ট্রাক নাম্বারও লেখা দেখো , BC-1760

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement