Advertisement

Best Daughter Jokes: পাপা ছেড়ে ড্যাডি ডাকছে মেয়ে, কারণ জেনে বেঁহুশ হলেন বাবা!

Jokes In Bengali: হাসি দিয়ে ইতিবাচক পরিবেশ বজায় রাখা যায়। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। হাসি হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2023,
  • अपडेटेड 2:34 PM IST


Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন  তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...

> বউ- আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে।
স্বামী- কোন সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে।
বউ- আমি জানতাম, তাই  ওই শার্টের  কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি...!

> বাবা (মেয়ের উদ্দেশ্যে)- তুমি আগে আমাকে পাপা ডাকতে,
এখন কেন ড্যাড ডাকতে শুরু করেছ...?
মেয়ে- 'পাপা' বলতে গেলে আমার লিপস্টিক নষ্ট হয়া যায় তাই ...!


> স্বামী - ডাক্তার মিষ্টি ছাড়া  চা খেতে বলেছেন...
স্ত্রী - আমি আলাদা চা বানাবো না,
লাড্ডু খেয়ে খেয়ো, স্বাদ ফ্যাকাশে হয়ে যাবে...!
স্বামী অজ্ঞান হয়ে গেলেন...


> পাপ্পু- কফির দাম কত...?
কফি শপের মালিক- স্যার ২০০ টাকা!
পাপ্পু- আর চিনি...?
কফি শপের মালিক- স্যার  সুগার ফ্রি আছে...
পাপ্পু- ঠিক আছে তাহলে ৫ কেজি চিনি দিন...!

> একজন কৃপণ স্বামী তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেল।
স্ত্রী- শুনুছ, আমার পিপাসা পেয়েছে। জলের বোতল নিন।
স্বামী- দই কচুরি খাবে...?
বউ- আরে এভাবে বলো না, আমার মুখে জল আসছে।
স্বামী- ঠিক আছে, তাহলে ওটাই খেয়ে নাও। বোতল কিনে কী হবে!

Advertisement


> রাত ২টোয় ঘুম থেকে উঠে স্ত্রী জিজ্ঞেস করলো...
স্ত্রী- বলতো, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সচিন কত রান করেছিলেন ?
স্বামী- ৯৮... কিন্তু জিজ্ঞেস করছ কেন?
বউ- এখন বলো, সকাল থেকে জন্মদিনের উইশ করনি কেন আমাকে?
নীরবতা চারদিকে!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement