Jokes in Bengali: হাসি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি সবসময় হাসতে থাকেন তাহলে অনেক মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন। কিন্তু আজকের এই দৌড়ঝাঁপ জীবনে আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছি যে প্রিয়জনদের সাথে বসে হাসার সময় নেই। এমন পরিস্থিতিতে, আপনাকে হাসাতে, আমরা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের এমন কিছু মজার জোকস নিয়ে এসেছি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পড়ার পরে আপনি হাসবেন। চলুন শুরু করা যাক হাসির ডোজ...
> প্রায় মধ্যরাত। হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল বাস। এমন সময় দুর্ধর্ষ ডাকাতের দল বাসের পথরোধ করে দাঁড়াল। ডাকাত সর্দার বাসের যাত্রীদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিতে লাগল। এভাবে লুটপাট করতে করতে ডাকাত সর্দার মুখোমুখি হয়ে যায় এক নারীর-
ডাকাত সর্দার : নাম কী?
নারী : মালতী
ডাকাত সর্দার : আমার বোনের নামও মালতী। যাহ, তোকে মাফ করে দিলাম।
এরপর ডাকাত সর্দার গেল এক লোকের কাছে, ‘তোর নাম কী?’
উত্তরে লোকটি বললো, ‘আমার নাম অঞ্জন। তবে বন্ধু-বান্ধব আদর করে মালতী বলে ডাকে!’
> আবীর গোয়েন্দা বিভাগে ইন্টারভিউ দিতে এসেছে।
প্রশ্নকর্তা : বলুন তো, কেন আসামি সব সময় ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়?
আবীর : ওরা বেশির ভাগ সময় অশিক্ষিত হয়, তাই আঙুলের ছাপ রেখে যায়! শিক্ষিত হলে অবশ্যই সাইন করে যেত!
> সুমন : তোমাকে গত সপ্তাহে যে ছাতাটা ধার দিয়েছিলাম সেটা ফেরত দিতে হবে ভাই।
সঞ্জয় : কিন্তু আমি সেটা এই মাত্র সুখেনকে দিলাম, সে তো তার ভাইকে ওটা দিয়ে বাজারে পাঠিয়েছে।
সুমন : তবে তো ভারি মুশকিল হল, কারণ আমি ছাতাটা অফিসে সুবীর স্যারের কাছ থেকে চেয়ে এনেছিলাম, সেটা আসলে তার মেয়ের বরের।
> রাকেশ : গত বছর তোমার গেটে লাগান নেম প্লেটে দেখলাম সোহম বিএ। এ বছর দেখছি এমএ। তুমি এক বছরে এমএ পাস করলে কীভাবে?
সোহম: কেন? গত বছর বউ মারা যাওয়ায় আমি হয়ে গিয়েছিলাম ব্যাচেলর। তাই লিখেছিলাম বিএ (ব্যাচেলর অ্যাগেইন)। এ বছর বিয়ে করলাম। তাই হয়েছি এমএ (ম্যারেড অ্যাগেইন)।
> বাবা ও ছেলে এক চায়ের দোকানের সামনে বসে আছে।
ছেলে : বাবা, ওরা কী খায়?
বাবা : চা।
ছেলে : না, চাবো না। চাইতে লজ্জা করে!
> ১ম বন্ধু : আমার স্ত্রী আজ আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে! আমি অনেক চেষ্টা করেছি কান্নার জন্য, কিন্তু চোখে জল আসছে না। এখন আমি কী করব?
২য় বন্ধু : খুবই সহজ। একবার শুধু চিন্তা কর, সে ফিরে এসেছে!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)