Advertisement

Father-Son Jokes: বাইরে খেতে যাওয়ার বায়না ধরল বল্টু, বাবার জবাব শুনলে না হেসে রক্ষে নেই!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2023,
  • अपडेटेड 6:46 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> খাবার টেবিলে বসেই বল্টুর বায়না। 
বল্টু: বাবা, চল আজ বাইরে কোথাও খেতে যাই।  ঘরে খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে। 
বল্টুর বাবা: যা, ভাত-তরকারি নিয়ে উঠানে গিয়ে বস।  শীতে রোদ পোহানোও হবে, তোর বাইরে খাওয়ার স্বাদও মিটবে।

> সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। উঠতি এক মাস্তানের খুব পছন্দ হয়েছে তাকে।
সাহস করে সামনে গিয়ে দাঁড়ালো। কোনো ভূমিকা ছাড়াই বলল-
মাস্তান: বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী: হ্যাঁ। কোনো সমস্যা?
মাস্তান: না মানে, ছেলে কী করে?
এক কথা শুনে সুন্দরী কষে এক চড় লাগালো মাস্তানের গালে-
মাস্তান: এটা কী হলো?
সুন্দরী: আফসোস! সে এখন শুধু আফসোস করে।

> থানায় ঢুকেই এক সুন্দরী ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন-
ভদ্রমহিলা: ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর: কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা: আমি যখনই তার বাড়িতে উঁকি দেই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!

> এক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল। 
পরের স্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাসা করল, ‘এইটা কোন স্টেশন?’
 কিন্তু হইচইয়ের কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে বিশ্রাম কক্ষে নিয়ে গেল।
সেখানে নিয়ে আবার জিজ্ঞাসা করল, ‘এইটা কোন স্টেশন?’ 
লোকটি রেগে গিয়ে বলল, ‘একশ বার করে বললাম যে, এটা রেল স্টেশন। আপনি বিশ্বাসই করলেন না!’

Advertisement

> বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।

> মামা: কীরে এ প্লাস পেয়েছিস?
পল্টু: না মামা, আমি তো ফেল করেছি।
মামা: এ কথা তুই হেসে হেসে বলছিস? মানে কী?
পল্টু: পাশের বাড়ির মাম্পিও ফেল করেছে তাই।
মামা: মানে কী?
পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে।
মামা: রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক!
পল্টু: আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement