Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা।
তার মা বিষয়টি সহ্যই করতে পারেন না।
তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেলেন ছেলের দিকে-
মা: বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করবো...
লাল্টু: মা! আর হবে না এমন...
মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না...
লাল্টু: মা, স্যান্ডেলও তো পায়ে দেওয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না...
> পড়া ফাঁকি দেওয়ায় ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক-
শিক্ষক: বল, গঙ্গী নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: জমির ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, গঙ্গার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?
ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। জল লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নেই!
> তথ্যপ্রযুক্তি বিষয়ক চাকরির ইন্টারভিউ চলছে।
প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন প্রার্থীকে-
প্রশ্নকর্তা: গুগল কি পুরুষ না নারী?
প্রার্থী: নারী।
প্রশ্নকর্তা: কারণ?
প্রার্থী: সে কোউকে কোনো বাক্য শেষ করতে দেয় না। তার আগেই সাজেশন দিয়ে বসে গোটা দশেক...
> ছেলেটির সঙ্গে মেয়েটির তুমুল ঝগড়া হলো।
কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখলো,
‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে।’
ছেলেটি একটি প্যাকেটে ১০০ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল,
‘এর ভেতর থেকে তোমারটা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’
> প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে সজল।
বউ দেখানোর পর সজল বললো-
সজল: বন্ধু, আমার বউ কেমন দেখলি?
বন্ধু: বুঝলাম, সত্যিকারের প্রেম আসলেই অন্ধ।
> ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা: অবশ্যই চাই।
ছেলে: তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।
বাবা: কেন?
ছেলে: তাতে জুতোর তলা ক্ষয় কম হবে। আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)