Jokes: হাসি-ঠাট্টা করা শুধুমাত্র আশেপাশের পরিবেশকে হালকা এবং মনোরম রাখে না, তবে ব্যক্তির মনও শান্ত ও খুশি থাকে। সেই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সবসময় হাসতে পরামর্শ দেন। আপনিও যদি নিজেকে ফিট রাখতে চান, তাহলে প্রতিদিন মজার জোকস পড়ুন।
> স্ত্রী: আচ্ছা বলতো? এই যে সমুদ্রে ঝড়গুলো ওঠে এসবের নাম নারীদের নামে কেন হয়?
স্বামী: যেমন!
স্ত্রী: এইযে, নার্গিস, ক্যাটরিনা এখন আবার শুনছি তিতলি।
স্বামী: ওহ! সোজা কথা, সংসারে নারীরা ঝড় তোলে, তাই সমুদ্রের ঝড় কি পুরুষেরা তুলবে?
> রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল-
স্ত্রী : তুমি একটা মূর্খ।
স্বামী : কেন?
স্ত্রী : তুমি সত্যি এমএ পাস?
স্বামী : হ্যাঁ।
স্ত্রী : তাহলে ‘পত্নী’ শব্দের অর্থ জানো না কেন?
স্বামী : জানি না কে বলল?
স্ত্রী : জানলে বলো।
স্বামী : যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায় তাকেই তো পত্নী বলে।
> শিক্ষক: বিড়াল ইংরেজি কী?
ছাত্র: ক্যাট।
শিক্ষক: বিড়াল কীভাবে ডাকে?
ছাত্র: মিঁয়াও মিঁয়াও।
শিক্ষক: ইঁদুর ইংরেজি কী?
ছাত্র: মাউস।
শিক্ষক: ইঁদুর কীভাবে ডাকে?
ছাত্র: ক্লিক ক্লিক!
> প্রেমিকাকে নিয়ে ডেটিং করতে এক রেস্তোরাঁয় ঢুকল বল্টু।
ওয়েটার: স্যার, মেনুকার্ড দেখে অর্ডার দিন কী কী খাবেন?
খাবারের দাম দেখে বল্টুর বুক শুকিয়ে গেল।
বল্টু: আপাতত, চেয়ার-টেবিল সরান। একটু গড়াগড়ি খাই।
> ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: এই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।
কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বললো—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।
> বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল!
স্ত্রীর সঙ্গে কী কথা বলবে সে? আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বললো—
পল্টু: আপনার বাড়ির লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)