Advertisement

Best of Gopal Bhar: গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু? রাজার প্রশ্নে গোপাল ভাঁড়ের দমফাটা হাসির উত্তর

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Best of Gopal BharBest of Gopal Bhar
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2024,
  • अपडेटेड 4:35 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> একদিন রাজা ও গোপাল ভাড় কথা বলছিলেন। একসময় রাজা প্রশ্ন করলেন-
রাজা: আচ্ছা গোপাল, গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু?
রাজার এমন প্রশ্ন শোনার পর রাজার থেকে নিজের দূরত্বটা মেপে নিলেন। তারপর জবাব দিলেন-
গোপাল: বেশি না, মাত্র সাড়ে চার হাত ব্যবধান।

> একটি বিদেশি ফিল্ম বাংলায় রিমেক করা হচ্ছে। 
একটি দৃশ্যে দেখা যাবে, নায়িকা তার নায়ককে জুতা-পেটা করছে।
নির্মাতারা ভাবতে লাগলেন, দৃশ্যটিকে কিভাবে বাস্তব করে তোলা যায়।
 অনেক ভেবে-চিন্তে তারা আগের দৃশ্যে নায়ক-নায়িকার বিয়ে দিয়ে দিলেন।

> একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। 
তা দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল-
লোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো, তাহলে প্রতিমাসে আমি তোমাকে ৫০০০ টাকা করে দেব।

> সারাদিন কাজ করার পর তিন ভিক্ষুক টাকার হিসাব করছিল। 
তাদের একজন ছিল অন্ধ, একজন ল্যাংড়া এবং অন্যজন ছিল বোবা। ঠিক তখন-
অন্ধ: দেখেছিস, আজ আকাশটা কত সুন্দর লাগছে।
ল্যাংড়া: তোকে মারব এক লাথি।
বোবা: মার মার। মেরে হাড় গুড়ো করে দে। যত টাকা লাগে আমি দেব।

> প্রেমিকা: তুমি আমার জন্য কী এনেছো?
প্রেমিক: এই নাও।
প্রেমিকা: তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছো?
প্রেমিক: তাজা ফুল বেশি সময় তাজা থাকে না। তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতে ওই ফুল শুকিয়ে যায়।

> এক লোক হন্যে হয়ে এক লোকাল বাসের পেছনে ছুটছেন। তা দেখে বাসের হেলপার বললেন-
হেলপার: এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন।
লোক: সারাজীবন তো পরের বাসেই চড়ে এলাম, নিজের তো আর বাস কোনোদিন ছিল না।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement