Advertisement

Funny Viral Jokes: ইনসমনিয়া গুরুতর পর্যায়ে রয়েছে, বসকে সহজে বোঝার উপায় দিল বিল্টু; শুনলেই ভ্যাবাচ্যাকা!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Funny Viral Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2024,
  • अपडेटेड 7:07 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না

> বিয়ের কথাবার্তা চলছে-
মেয়ের বাবা: শুনলাম, ছেলে নাকি নেশা করে খুব?
ছেলের বাবা: তা একটু আধটু। আমার ছেলে স্বভাবে-আচরণে খুবই ভালো। মিথ্যা বলবো না, ও আজকাল তিন-চার পেগ খায়। তবে তা রাতের বেলায়।
মেয়ের বাবা: এই বিয়ে পাকা। ছেলে পছন্দ হয়েছে। বোঝা যাচ্ছে, ছেলের আয়-রোজগার খুব ভালো।

> সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। 
এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করল-
লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করুন।
লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বলল-
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছা...

> এক নেতা গ্রেফতার হওয়ার পর তার কর্মীরা মিছিল করছে-
কর্মী: হাবুলদার  কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
হাবুল: দেখিস, আমার ঘরে আবার...
কর্মী: হাবুলদার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
হাবুব: দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না।

> রাস্তায় হোঁচট খেয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে আঘাত লাগায় স্ত্রীকে নিয়ে বিপ্লব গেছেন চিকিৎসকের কাছে।
 চিকিৎসক ওষুধ দিয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে একটি পট্টি মেরে দিয়ে বললেন-
চিকিৎসক: আর কোনো সমস্যা নেই। কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বিপ্লব: দুই ঠোঁটে পট্টি মেরে দিতে ফি কত দিতে হবে?

Advertisement

> চাকরির ইন্টারভিউ দিতে গেছে বিল্টু।
 প্রশ্নকর্তা তার কাছে জানতে চাইলেন-
প্রশ্নকর্তা: কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে?
বিল্টু: যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না!

> পল্টু আর তার বড় ভাই বল্টু সিনেমা দেখতে যাবে।
 পল্টু তার বড় ভাইকে বলছে-
পল্টু: দাদা প্লিজ, মার কাছে সিনেমা দেখার পয়সা চাও।
বল্টু: তুই চা না! মা তো শুধু আমার একার না, তোরও।
পল্টু: তা বটে, তবে তার সঙ্গে তোমার সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি দিনের, ঠিক না?

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement