Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...
> স্ত্রী: বলো তো আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: অনেক সুন্দর লাগছে!
স্ত্রী: এভাবে না, ঠিক কতটুকু সুন্দর লাগছে বলো...
স্বামী: বিউটিফুল, একদম যেন পরী! এত বেশি ভালো দেখাচ্ছে যে, মন চাইতেছে আরেকটা নিয়ে আসি!
> টিভি সিরিয়ালে আসক্ত নান্টুর স্ত্রী।
বিরক্ত হয়ে একদিন নান্টু জানতে চাইলো-
নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?
স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।
নান্টু: কী সেটা?
স্ত্রী: তা হচ্ছে- যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।
> অসময়ে স্বামী বাসায় ফিরেই দেখলেন স্ত্রীর ফোনে রিং বাজছে।
স্ত্রী রান্নাঘর থেকে আসতে আসতে তিনি ফোনটা রিসিভ করলেন এবং রেখে দিলেন!
কিছুক্ষণ পর স্ত্রী এসে বললেন-
স্ত্রী: কে ফোন করেছিল?
স্বামী: হবে কোনো পশুপ্রেমি...
স্ত্রী: কীভাবে বুঝলে?
স্বামী: জিজ্ঞেস করলো, গাধাটা এখনো বাড়িতে কি-না!
> ১ম জন: আপনার ভাগ্য ভালো যে, অ্যাকসিডেন্টটা একজন ডাক্তারের চেম্বারের সামনেই হয়েছে।
২য় জন: তাতে কী লাভ?
১ম জন: চিকিৎসা তাড়াতাড়িই পাবেন। কিন্তু ডাক্তার সাহেবকে তো দেখছি না?
২য় জন: কী করে দেখবেন?
১ম জন: কেন?
২য় জন: আরে, আমিই এ চেম্বারের হতভাগা ডাক্তার। যার পা আপনি ভেঙে দিয়েছেন।
> প্রচণ্ড অলস এক লোক বড়শিতে মাছ তুলে বসে আছেন।
পাশ দিয়ে একজনকে যেতে দেখে কোমল স্বরে বললেন-
অলস: ভাই, মাছটা একটু খুলে দেবেন?
একটু বিরক্ত হয়েও মাছটি খুলে দিলেন লোকটি। তারপর বললেন-
লোক: এত অলস আপনি! এক কাজ করেন- একটা বিয়ে করেন। ছেলেপেলে হলে আপনাকে কাজে সাহায্য করতে পারবে।
অলস: ভাই, আপনার জানাশোনা কোনো গর্ভবতী মেয়ে আছে?
> এক অভিনেত্রী বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের ফর্ম ফিলাপ করতে গেলেন।
তবে এক জায়গায় এসে চিন্তিত হয়ে পড়লেন।
ফর্মের এক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে, আবেদনকারী ‘বিবাহিত, অবিবাহিত বা ডিভোর্সি’।
অভিনেত্রী অনেক চিন্তা করে লিখলেন, ‘তিনটেই’।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)