Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> বাজারে ডিম কিনতে গেলেন ছয় ফুটের বেশি লম্বা লোক।
বাজারের এক কোণায় ঝুড়ি নিয়ে বসেছেন ডিমওয়ালা। ভদ্রলোক ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন-
ভদ্রলোক: ডিমের ডজন কত টাকা?
ডিমওয়ালা: ডজন ৮০ টাকা।
ভদ্রলোক: বলো কী! এত ছোট ছোট ডিম ৮০ টাকা! একটু বেশি হয়ে যাচ্ছে না?
ডিমওয়ালা: স্যার, অত উঁচু থেকে দেখলে তো ছোটই মনে হবে। একটু বসে দেখেন।
> রাজিবের উচ্চতা পাঁচ ফুট। সে গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা জিজ্ঞেস করলেন-
পাত্রীর বাবা: বাবা, তোমার উচ্চতা কত?
রাজিব: পাঁচ ফুট ১০ ইঞ্চি।
ছেলের মা: চুপ কর গাধা, এটা ফেসবুক না।
> রাস্তায় দাঁড়িয়ে এক ছেলে এক মেয়েকে বলল-
ছেলে: আই লাভ ইউ।
মেয়ে: ওই, আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো?
ছেলে: দেখছি তো।
মেয়ে: তারপরও...
ছেলে: দেখছি বলেই তো তোর মত পেত্নির কাছে আসছি। নইলে তো ক্যাটরিনার কাছেই যেতাম।
> বল্টুর বউ: বিয়ের আগে তো বলেছিলে- রাজরানির মতো করে রাখবে। এখন তো দেখছি জীবনযাপন চাকরানির মতো চলছে।
বল্টু: দেশ চলছে গণতন্ত্রে। রাজতন্ত্র কবেই বিলুপ্ত হয়ে গেছে। এখন রাজরানি হবার সুযোগ কোথায়?
> স্বামী: আমাদের কাছে যদি একটা প্রদীপ থাকত আর সেখান থেকে একটা সুন্দরী নারী বের হতো। আর সে যদি আমাদের বাসার কাজগুলো করে দিতো, ছেলেকে স্কুলে নিয়ে যেতো। তাহলে কেমন হতো?
স্ত্রী: এককথায় বলতে পারো না যে, তুমি আরেকটা বিয়ে করতে চাও।
> স্ত্রী: তুমি একটু আমার দিকে ঘুরে শোও না, প্লিজ!
স্বামী: কেন?
স্ত্রী: আমার ভয় ভয় করছে। তুমি সামনে থাকলে শান্তিতে একটু ঘুমোতাম।
স্বামী: তুমি শুধু তোমার কথাটাই ভাবলে? সেটা করলে যে আমার সারারাত ভয়ে কাটবে, তা দেখবে কে?
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)