Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> পড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক-
শিক্ষক: বল, গঙ্গা নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: জমির ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, গঙ্গার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?
ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। জল লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!
> এক পর্যটক ঘুরতে গেলেন নদীর তীরে। সেখানে গিয়ে স্থানীয় একজনকে বললেন-
পর্যটক: নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো?
স্থানীয়: নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমিরও নেই।
পর্যটক: কুমিরগুলো কোথায় গেল?
স্থানীয়: গত দু’বছরে সব কয়টি কুমির হাঙরে খেয়ে ফেলেছে।
> সংসারের ঝামেলায় তিক্ত-বিরক্ত স্ত্রী বলছে স্বামীকে-
স্ত্রী: আমি একা এক নারী ক’জনকে সামলাব, বলো! তোমার কাচ্চা-বাচ্চা, তোমার আত্মীয়-স্বজন, তোমার সংসার, না-কি তোমাকে? ইনসাফ করে বলো!
স্বামী: শুধু মুখটা সামলাও তোমার। বাকি সব এমনি এমনি সামলে যাবে। ওসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না।
> পার্কে বাদাম খেতে খেতে-
বল্টুর প্রেমিকা: তুমি আমার একটা কথাও শোন না। আর আমাকে পাশে রেখে অন্য মেয়েদের দিকে তাকাও। ছি:
বল্টু: তোমাকে তো মন দিয়েছি। কান আর চোখ দেই নাই।
> ছেলে: বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন, অক্সিজেন ছাড়া আমরা নিশ্বাস নিতে পারি না।
বাবা: ঠিকই বলেছেন তিনি।
ছেলে: কিন্তু অক্সিজেন তো আবিষ্কার হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিশ্বাস নিতো না?
বাবা: না, কারণ মানুষের নাকও ওই বছরই তৈরি হয়েছিল।
> ১ম ব্যক্তি: বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে মিল কোথায়?
২য় ব্যক্তি: দুটোকে দেখলেই মেয়েদের চিৎকার শুরু হয়ে যায়।
১ম ব্যক্তি: এবার তাহলে বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে পার্থক্য কোথায়?
২য় ব্যক্তি: মেয়েরা তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে। আর স্বামীকে দেখলে চিৎকার করে ভয় দেখানোর জন্য।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)