Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> বল্টুর বউ: বাইরে বেশ ঠাণ্ডা পড়ছে। আমি গরম গরম আলুর চপ আর লুচি আনছি। দু'জনে একসঙ্গে বসে হরর মুভি দেখতে দেখতে খাব? আচ্ছা একটা এমন মুভির নাম দাও যে, ভয়ে গা কাঁটা দেয়। ওটাই দেখব।
বল্টু: ঠিক আছে, তাহলে আমাদের বিয়ের ভিডিওটা চালিয়ে দিও!
> বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট।
রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন-
নবীন পাইলট: আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।
সাহায্যকারী: ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।
নবীন পাইলট: আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!
> আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী।
বিমান আকাশে ওড়ার সময়-
আলোকচিত্রী: ডানে যান, বাঁয়ে যান। হু, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন; যার আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!
> সংসারের ঝামেলায় ত্যক্ত-বিরক্ত স্ত্রী বলছে স্বামীকে-
স্ত্রী: আমি একা এক নারী ক’জনকে সামলাব, বলো! তোমার কাচ্চা-বাচ্চা, তোমার আত্মীয়-স্বজন, তোমার সংসার, না-কি তোমাকে? ইনসাফ করে বলো!
স্বামী: শুধু মুখটা সামলাও তোমার। বাকি সব এমনি এমনি সামলে যাবে। ওসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না।
> স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-খয়রাতি করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়...
> ১ম বন্ধু : একজন বোকাকে কিভাবে অপেক্ষা করানো যায়?
২য় বন্ধু : একটু দাঁড়া... আমি এসে বলছি...!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)