Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> ডাক্তারের চেম্বারে এক রোগী এসেছেন। সমস্যার কথা বললেন ডাক্তারকে।
এবার ডাক্তার রোগীকে বলছেন—
ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খান সুস্থ হলে আমায় কী পুরস্কার দেবেন?
রোগী: স্যার, আমি খুব গরীব মানুষ।
ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ্য তাই দেবেন।
রোগী: স্যার,আমি কবর খুঁড়ি, আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।
> বাবা ছেলেকে খুব বকছে আর বলছে—
বাবা: তোকে না বলেছিলাম, পরীক্ষায় পাস করলে সাইকেল কিনে দেব।
ছেলে: হ্যাঁ, বলেছিলে তো।
বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?
ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
> বান্ধবীর স্বামীর উচ্চতা মাত্র ৪ ফুট দেখে বিস্মিত কমলা।
কমলা: কীরে! এতো দেখেশুনে শেষমেশ এই খাটো লোককে বিয়ে করলি?!
বান্ধবী: আরে! বিপদ যত ছোট হবে ততই তো ভালো।
> থাইল্যান্ডে হানিমুনে গেছে এক দম্পতি-
স্বামী: আজ যদি আমার এতো টাকা-পয়সা না থাকতো, তাহলে হয়তো আমরা এই বিলাসবহুল হোটেলে থাকতে পারতাম না।
স্ত্রী: হ্যাঁ। হয়তো আমাদের থাইল্যান্ডেও আসা হতো না। তার চেয়ে বড় কথা, এসব কথা বলার জন্য আমাকেও পাশে পেতে না!
> চিকিৎসক: আপনার তো জমজ বাচ্চা হয়েছে।
মহিলা: হবেই তো। বাচ্চা পেটে নিয়ে চ্যালেঞ্জ-২, আশিকি-২, দাবাং-২, জান্নাত-২, পাগলু-২ ফিল্ম দেখছি না, তাই।
চিকিৎসক: ভাগ্যিস, আপনি বাচ্চা পেটে নিয়া খোকা ৪২০ ফিল্মটা দেখেন নাই।
> এক বিদেশি ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন।
জাপানি ডাক্তার গিয়ে দেখলেন। তিনি একটি ওষুধ জলে গুলে খেতে দিলেন। বিদেশি ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-
ভদ্রলোক: বাবারে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে দেখি, মনে হচ্ছে টলছি, ঘরের আসবাবগুলোও চোখের সামনে কেমন দুলছে।
ডাক্তার: না না, ওষুধের জন্য নয়, এখন সত্যিই ভূমিকম্প হচ্ছে!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)