Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> ১ম বন্ধু: আচ্ছা তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি?
২য় বন্ধু: আমি টাকাটাই নেব।
১ম বন্ধু: আমি হলে কি জ্ঞানই নিতাম।
২য় বন্ধু: যার যেটা অভাব সে তো সেটাই নেবে।
> এক বন্ধু আরেক বন্ধুকে বলছে—
রাতিন: শোন বন্ধু যদি তোর বউ তোর কথা না শোনে, তাহলে...
সিয়াম: তাহলে কী?
রাতিন: এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।
সিয়াম: কেন?
রাতিন: স্বামীর কথা আসলে কোনো বউই ঠিকমতো শোনে না।
সিয়াম: তাহলে কী করতে বলছিস?
রাতিন: সবসময় বউয়ের কথা তুই শুনবি, তারপর মেনেও নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।
> ‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’ এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ইন্টারভিউ দিতে এল এক ৯০ বছরের বৃদ্ধ। নিয়োগ কর্তারা তো অবাক। বললেন—
নিয়োগ কর্তা: আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?
বৃদ্ধ: আমতা আমতা করে জবাব দিলেন, অভিযাত্রী হিসেবে না হয় নাই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?
> রাজেশ: বুঝলি মুকেশ, অ্যারেঞ্জড ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম।
মুকেশ: তাই তো দেখছি।
রাজেশ: কিন্তু কেন, তা বলতে পারবি?
মুকেশ: যারা সাহস করে নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না, তারা আবার ডিভোর্স দেবে কোন সাহসে?
> চোর: ইওর অনার, আমি চুরি করেছিলাম ঠিকই কিন্তু সেটা করেছিলাম মজা হিসেবে।
বিচারক: কিন্তু তুমি তো চুরির জিনিস বিশ মাইল দূরে লুকিয়ে রেখেছিলে।
চোর: সেটাও ছিল মজা।
বিচারক: এ কারণে তোমার জেল হলো। এটাকেও মজা হিসেবে নাও।
> নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন,
‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’
অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য,
‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’
অমিত: কী স্যার?
বস: আগামী বছর চেকে সই করে দেব!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা,