Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ-নারীর দোষ, বড্ড মেয়ে ঘেঁষা আপনার ছেলে। আমি সংশোধনের চেষ্টা করছি।
ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।
মা রিপোর্টের নীচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।
> মা তার ছেলেকে খুব বকছেন আর বলছেন, তোর বাবার মতো হতে পারিস না? ছেলে এতক্ষণ মুখ বন্ধ করে শুনছিল। এক পর্যায়ে মা আবার বললেন—
মা: তোর বাবার পদাঙ্ক অনুসরণ করা উচিত।
ছেলে: বাবা এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন?
মা: কেন, ভদ্র ব্যবহার করার জন্য জেল কর্তৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল।
> এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করলো—
১ম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
২য় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
১ম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
২য় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
১ম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?’
২য় ব্যক্তি: তিন কপি।
১ম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুটো খোঁড়।
> প্রেমিকা: আমি আগে মরে গেলে তুমি কাঁদবে?
প্রেমিক: নিশ্চই কাঁদবো। অনেক দিন কাদিনি তো।
প্রেমিকা: কিভাবে কাদবে, দেখাও।
প্রেমিক: তার আগে তুমি মরে দেখাও।
> দুই যুবতী কথা বলছে-
প্রথমজন: এখনকার ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নাই রে! আমি তো আজ থেকে ওর মুখও দেখতে চাই না!…….
দ্বিতীয়জন: কেন রে??? তুই কি ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখছিস???…..
প্রথমজন: আরে দূর! ও আমাকে অন্য ছেলের সঙ্গে দেখেছে…!!!!
কালকে ও বলল, ও নাকি শহরের বাইরে যাবে। তাহলে ও আমারে কেমন করে দেখেছে??? মিথ্যাবাদী, চিটার!
> ডাক্তার: কী ব্যাপার, আপনার দাঁত ভাঙল কী করে???
রোগী: আর বলবেন না স্যার, আমার বউয়ের বানানো রুটি এতো শক্ত হয়……..
ডাক্তার: আপনার বউকে বলবেন যেন রুটি একটু নরম করে বানায়।
রোগী: বলেছিলাম বলেই তো এই অবস্থা!!!!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)