Funny Jokes: আপনি যদি মানসিক চাপ এবং দুশ্চিন্তার মতো সমস্যা থেকে দূরে থাকতে চান, তাহলে প্রতিদিন সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস করুন। হাসতে থাকলে আমরা অনেক সমস্যা ভুলে যাই এবং মানসিক চাপ থেকে দূরে থাকি। যোগ গুরু এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মানুষকে সুস্থ থাকতে হাসতে পরামর্শ দেন। ঠাট্টা-তামাশা মানুষের জীবনে উষ্ণতা যোগায়। সুস্থ থাকতে চাইলে প্রতিদিন মন খুলে হাসুন। তাই আমরা আপনাদের জন্য কিছু ভাইরাল জোকস নিয়ে এসেছি, চলুন শুরু করা যাক ...
> প্রেমিকা: আমি অসুস্থ,
প্রেমিক: আমি হৃদয়ের ডাক্তার-তোমার প্রেম রোগ সারাতে এসেছি!
প্রেমিকা: তাহলে স্টেথো কই?
প্রেমিক: তোমার চোখেই তো হৃদস্পন্দন শুনি!
> শিক্ষক: খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো। তোমরা প্রতিদিন খেলাধুলা করবে।
মন্টু: হ্যাঁ স্যার! আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।
শিক্ষক: গুড বয়… প্রতিদিন কয় ঘণ্টা করে খেল বল দেখি?
মন্টু: মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত, স্যার।
> প্রেমিকাকে নিয়ে এক রেস্তোরাঁয় ঢুকল পটলা। এগিয়ে এলেন ওয়েটার। বললেন—
ওয়েটার: স্যার, মেনুকার্ড দেখে অর্ডার দিন কী কী খাবেন?
এদিকে খাবারের দাম দেখে পটলার বুক শুকিয়ে গেল।
পটলা: আপাতত, চেয়ার-টেবিল সরান। একটু গড়াগড়ি খাই।
> দুই প্রতিবেশী মহিলা একে অপরের সঙ্গে কথা বলছিল।
প্রথম প্রতিবেশী: আপনি জানেন ২৪ বছর পর্যন্ত আমার কোন সন্তান হয়নি।
দ্বিতীয় প্রতিবেশীঃ তাহলে আপনি কী করলে?
প্রথম প্রতিবেশী: আমার বয়স যখন ২৪, তখন আমার পরিবারের সদস্যরা আমার বিয়ে দিল
তারপর মুন্ন হল
অপর প্রতিবেশীকে ICU-তে ভর্তি করা হয়েছে
> দুই বন্ধু পার্কে বসে একে অপরের সঙ্গে কথা বলছে...
রাম - মানুষের মস্তিষ্ক ২৪ ঘন্টা কাজ করে এবং মাত্র দুইবার বন্ধ হয়ে যায়।
শ্যাম- কখন কখন...?
রাম - প্রথমটা পরীক্ষার সময় প্রথম এবং দ্বিতীয়টা স্ত্রী পছন্দের সময়।
> স্ত্রী:- তুমি আমার সৌন্দর্য বেশি পছন্দ কর নাকি আমার স্বভাব?
স্বামী :- তোমার মজা করার অভ্যাস আমার খুব ভালো লাগে।
স্বামীর কথা শুনে স্ত্রী অবাক!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)