Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> স্ত্রী: ওগো জানো, আজ একটি বিশেষ দিন?
স্বামী: কীসের বিশেষ দিন?
স্ত্রী: আজ আমাদের ১০ম বিবাহবার্ষিকী। তাই তুমি আজ ১০টা মুরগি এনো জমিয়ে পার্টি দেব।
স্বামী: দুঃখিত, ১০ বছর আগে করা আমার একটা ভুলের জন্য এত টাকা খরচ করতে পারব না?
> ভীতু লোক: ওহে জেলে ভাই, নদীতে সাপ নেই তো?
জেলে: না ভাই, সাপ নেই।
ভীতু লোক: তাহলে তাতে নিশ্চিন্তে স্নান করা যায়।
জেলে: হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে স্নান করতে হবে।
ভীতু লাক: কেন?
জেলে: কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে।
> ছেলে: বাবা, বাবা! ভাইয়া না একটা পোকা খেয়ে ফেলেছে।
বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!
ছেলে: ভয় পেয়ো না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
> রাজেশ: বুঝলি মুকেশ, অ্যারেঞ্জড ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম।
মুকেশ: তাই তো দেখছি।
রাজেশ: কিন্তু কেন, তা বলতে পারবি?
মুকেশ: যারা সাহস করে নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না, তারা আবার ডিভোর্স দেবে কোন সাহসে?
> চোর: ইওর অনার, আমি চুরি করেছিলাম ঠিকই কিন্তু সেটা করেছিলাম মজা হিসেবে।
বিচারক: কিন্তু তুমি তো চুরির জিনিস বিশ মাইল দূরে লুকিয়ে রেখেছিলে।
চোর: সেটাও ছিল মজা।
বিচারক: এ কারণে তোমার জেল হলো। এটাকেও মজা হিসেবে নাও।
> নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন,
‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’
অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য,
‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’
অমিত: কী স্যার?
বস: আগামী বছর চেকে সই করে দেব!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)