Advertisement

কলকাতা

Kolkata Durga Puja 2022: শ্রীভূমির ভাটিকান সিটি, বাকিদের? কলকাতার সেরা ১০ দুর্গাপুজোর এবারের থিম

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2022,
  • Updated 7:16 PM IST
  • 1/10

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে কলকাতা-সহ  জেলার পুজো কমিটিতগুলো। থিম কী হবে, কী পরিকল্পনা এই সব নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন উদ্যোক্তারা। বিশেষ করে কলকাতায় এখন থেকেই কার্যত সাজো সাজো রব। গোটা রাজ্যের মানুষের নজর থাকে কলকাতার বিভিন্ন পুজোগুলোর দিকে। এখনও পর্যন্ত যে সব তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে দেখে নেব কলকাতার এবারের সেরা ১০ পুজোর থিম। 

  • 2/10

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব : গতবার শ্রীভূমির থিম ছিল বুর্জ খলিফা। আর এবার শ্রীভূমির থিম ভ্যাটিক্যান সিটি। গতবারের থিম নজর কেড়েছিল শহরবাসীর। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল উদ্যোক্তাদের। আর এবার ক্লাবের ৫০ বছর উপলক্ষ্য়ে থিম ভ্যাটিক্যান সিটি (Vatican City)। 

  • 3/10

চেতলা অগ্রণী : এবার চেতলা অগ্রণীর পুজোর থিম 'ষোলো কলায় পূর্ণ'। এই থিম সৃজনে সুব্রত বন্দ্যোপাধ্যায়। পুজোর সভাপতি ফিরহাদ হাকিম। তবে এই থিমে কী দেখানো হবে তা এখনও পরিষ্কার নয়।   

  • 4/10

সন্তোষ মিত্র স্কোয়ার : সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম স্বাধীনতার ৭৫ বছর। বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত এটি। গতবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল রাজস্থানের বিড়লা মন্দির। 

  • 5/10

সুরুচি সংঘ : কলকাতার আর এক আকর্ষণীয় পুজো হিসেবে পরিচিত এই ক্লাবের এবারের থিম পৃথিবী আবার শান্ত হবে। গতবার সুরুচির থিম ছিল আবদার। পুজোয় কচি কাঁচাদের আকুতি ধরা সেবারের থিমে ধরা হয়েছিল। 

  • 6/10

কলেজ স্কোয়ার : কলেজ স্কোয়ারের এবারের থিম 'বৃন্দাবনের প্রেম মন্দির'। গতবার ঐতিহ্যশালী মন্দির, জলাশয় থিমে সেজেছিল এই মণ্ডপ। যা দেখতে ভিড় উপচে পড়েছিল সেখানে। 

  • 7/10

সিংহি পার্ক : প্রতিবারই থিমে চমক দেয় সিংহি পার্ক। এবারও থাকছে চমক। এবারের থিম নারায়ণে নারায়ণী। 

  • 8/10

কালীঘাট মিলন সংঘ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজো বলে পরিচিত কালীঘাট মিলন সংঘের এবারের থিম 'পুজোর গন্ধ'। পুজোর আবহ কেমন হয়, কীভাবে সেজে ওঠে প্রকৃতি-পরিবেশ তাই দেখানো হবে। 

  • 9/10

একডালিয়া এভারগ্রিন : প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রিনের পুজো। এই পুজোর এবারের থিম আমেদাবাদের আদলে মন্দির। প্রতিবারের মতো এবারও ভোগ দেওয়া হবে দর্শনার্থীদের। 

  • 10/10

বাবুবাগান সর্বজনীন : এবার থিমে চমক দিতে চলেছে বাবুবাগান সার্বজনীন। ৬১ তম বর্ষে তাদের থিম 'মা তুঝে সালাম'। হাতিবাগান নবীন পল্লি : উত্তর কলকাতার এই মণ্ডপের এবারের থিম 'ফেলনা'। হাতিবাগান নবীন পল্লির এবছরের ভাবনা 'তর্পণ'

Advertisement
Advertisement