ভবানীপুর উপনির্বাচনে BJP প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে যেন উৎসবের আমেজ। ঢাক-ঢোল বাজিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
আর ঢাক-ঢোলের তালে নাচলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল নিজেও। সামনে এসেছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে, দুই হাতে ধুনুচি নিয়ে নাচছেন প্রিয়াঙ্কা।
ঢাকের দলে ছিলেন মহিলা ঢাকিরাও। এছাড়াও গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা হাজির ছিলেন এই মিছিলে।
মনোনয়ন পেশের আগে গোল মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা। সেখানে ঢাক-ঢোল বেজে ওঠে।
মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা। তারপর মনোনয়ন জমা দিতে যান।
এদিন তাঁর সঙ্গে মনোনয়ন পেশের সময় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সাংসদ অর্জুন সিং-সহ আরও অনেকে।
বেলা ১২.৩০ টায় মনোনয় পেশের কথা ছিল প্রিয়াঙ্কার। নির্দিষ্ট সময়েই সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা করেন।
প্রিয়াঙ্কা বলেন, 'যে কোনও লড়াই কঠিন হয়। কিন্তু, লড়তে হয়। হাল ছেড়ে দিলে চলে না।'
নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা বলেন, 'নন্দীগ্রামের মানুষ করে দেখিয়েছেন। এবার ভবানীপুরোর মানুষ ইতিহাস গড়বেন। তাঁরা বাংলাকে রক্ষা করবেন।'
শুভেন্দু অধিকারী বলেন, 'ভবানীপুরে যদি ভোট ঠিকভাবে হয়, ছাপ্পা না পড়ে তা হলে প্রিয়াঙ্কা টিবরেওয়াল জিতবেন।' প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকেও প্রিয়াঙ্কাকে প্রার্থী করেছিল BJP। কিন্তু তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান তিনি।