ভবানীপুর উপ-নির্বাচনের প্রচারের সময় BJP-দাবি করেছিল, তারা জিতবে। মমতা বন্দ্যোপাধ্য়ায় ভয় পেয়েছেন। কিন্তু, ভোটের ফল বেরনোর দিন দেখা গেল অন্য ছবি।
সকালে গুটিকয়েক নেতা বঙ্গ BJP-র কলকাতার ২ পার্টি অফিসে এলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অফিস ছাড়তে শুরু করেন তাঁরা।
ভোটের গণনার রাউন্ড যত বেশি এগিয়েছে, ততই সেই ভিড় পাতলা হয়েছে। এমনকী দলীয় কর্মী-সমর্থকরা ভিড় কমিয়েছেন। নিজের নিজের বাড়ি ফিরে গিয়েছেন তাঁরা।
ভোটের ফলাফল সামনে আসার পর দেখা যায়, দুই পার্টি অফিসেই নিস্তব্ধতা। পার্টি অফিসের বাইরে টাঙানো বিজেপির দলীয় পতাকা।
অদূরে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের ছাড়া দুই পার্টি অফিসের রাস্তাতে আর কাউকেই দেখা যায়নি।
ভবানীপুরের ফলাফল নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যদিও বলেন, মমতার এই জয় প্রত্যাশিত ছিল। তবে তাঁদের প্রার্থীও লড়াই করেছেন।
প্রসঙ্গত, এই নিয়ে ভবানীপুরে জয়ের হ্যাট্রিক করলেন মমতা। শুধু তাই নয়, জয়ের ব্যবধানের দিক থেকে তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছন।