Advertisement

কলকাতা

পুজো কমিটিগুলোকে কেনার চেষ্টা করছেন মমতা : দিলীপ

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Sep 2021,
  • Updated 4:12 PM IST
  • 1/6

দুর্গাপুজোয় এবারও ক্লাবগুলিকে অনুদান দেবে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বরাবর বিরোধিতা করে এসেছে BJP। এই নিয়ে ফের সুর চড়ালেন দলের রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, অনুদান দিয়ে আসলে ক্লাবগুলিকে হাতের মুঠোর রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • 2/6

এই নিয়ে তিনি বলেন, 'কোনও পুজো কমিটিই বলেনি, তাদের অনুদান প্রয়োজন। আর টাকা দেওয়ার দরকারই বা কী। সাধারণ মানুষ তো সরকারের টাকা ছাড়া দিনের পর দিন পুজো করে এসেছে। তাহলে এখন টাকা দেওয়া হচ্ছে কেন? 

  • 3/6

BJP-র রাজ্য সভাপতির আরও অভিযোগ, আসলে এগুলো করে পুজো মণ্ডপগুলোকে কিনে নেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসকদল। সবই রাজনীতি। 

  • 4/6

ভবানীপুর উপনির্বাচনে এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। সেই ইস্যুতে দিলীপ বলেন, 'আমাদের সর্বভারতীয় দল। আমাদের দলের সংসদীয় কমিটির কাছে নামের তালিকা পাঠানো হয়েছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।' 

  • 5/6

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ায় কংগ্রেসের সমালোচনা করেন দিলীপ ঘোষ। বলেন, 'এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত। এর আগের নির্বাচনেও একই কাজ করেছিলেন মমতা। তাতে কংগ্রেসেরই ক্ষতি হয়েছে। তাদের দলের অস্তিত্ব এখন সংকটে।' 

  • 6/6

প্রসঙ্গত, এখনও ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। শোনা যাচ্ছে,  বৃহস্পতিবারের মধ্যে প্রার্থী ঘোষণা করবেন দিলীপ ঘোষরা। 
 

Advertisement
Advertisement