টানা বৃষ্টি হয়েছে রাজ্যে। তার জেরে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। তবে পুজোর সময় কি রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ? সেই গুঞ্জন শুরু হয়েছে।
এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা, টানা বৃষ্টি ও আবহাওয়ার খামখেয়ালিপনা। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও তথ্য ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে পুজোর চারদিন ঝড় হতে পারে।
আর তারপর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন তাহলে কি এবার পুজো বানচাল করবে দুর্গাপুজো ? যদিও আবহাওয়াবিদদের মতে, পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া তার একটা প্রাথমিক ধারণা করা যেতে পারে। তবে এখনই একেবারে নিখুঁত বলা সম্ভব নয়।
তবে আবহাওয়ার যে আপডেট এখনও পর্যন্ত এসেছে তা থেকে মোটামুটিভাবে পরিষ্কার যে, পুজোর সময় আবহাওয়া ভালো থাকতে পারে। রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে।
আবহাওয়ার আপডেটে এও জানা যাচ্ছে, পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বড়সড় কোনও পরিবর্তন না হলে বর্ষা বিদায় নেবে। সেক্ষেত্রে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে।
তবে আবহাওয়াবিদরা এও জানাচ্ছেন, ঘূর্ণিঝড় হওয়ার জন্য প্রয়োজন নিম্নচাপের। তবে আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
তবে আপাতত নিম্নচাপ তৈরির কোনও পূর্বাভাস এখনই দেওয়া যাচ্ছে না। যদিও কলকাতা এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে আগামী দুএকদিনে।
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তবে আপাতত যা ইঙ্গিত মিলেছে, তাতে পুজোর সময় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দু'দিন আগেই রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে।
যদি্ও আবহাওয়াবিদরা এও জানাচ্ছেন, নিম্নচাপ যে কোনও সময় ঘণীভূত হতে পারে। ফলে পুজোর আবহাওয়ার ভবিষ্যৎবাণী এখনই করা যেতে পারে না।