Advertisement

কলকাতা

Durga Puja Corona : দুর্গাপুজোতেও মানতে হবে Covid বিধি? জানিয়ে দিল কেন্দ্র

Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 26 Aug 2021,
  • Updated 5:57 PM IST
  • 1/7

১১ অক্টোবর থেকে শুরু দুর্গাপুজো। আর সেই পুজোতেও মেনে চলতে হবে করোনা বিধি। বৃহস্পতিবার সাফ একথা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দুর্গাপুজোর নাম নির্দিষ্টভাবে  উল্লেখ না করলেও স্বাস্থ্যমন্ত্রকের পরিষ্কার বার্তা, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যেসব উৎসব রয়েছে সেগুলিতে করোনা বিধি মেনে চলতে হবে। 

  • 2/7

গত ২ বছর ধরে করোনা বিধি মেনেই পুজো হচ্ছে। সামাজিক দূরত্ব বিধি পালন করে  মণ্ডপে গিয়েছিল বাঙালি। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ঘোষণার পর কার্যত পরিষ্কার, এবারও সেই একইভাবে পুজো হতে চলেছে। 
 

  • 3/7

এবার রাজ্যের পুজো সংগঠকদের নির্দেশিকায় বলা হয়েছে, যথাসম্ভব খোলামেলা মণ্ডপ বানাতে হবে। যাতে বাইরে থেকে ঠাকুর দেখা সম্ভব হয়। প্যান্ডেলের প্রবেশপথ  দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। এছাড়াও দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

  • 4/7

এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেন, 'এখনও করোনার দ্বিতীয় ঢেউ চলে যায়নি। আর উৎসবের কারণে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। সেই কারণে সেপ্টেম্বর ও অক্টোবরে যে সব উৎসব রয়েছে, সেই সব নিয়ে আমাদের সচেতন থাকা দরকার।' 

  • 5/7

তিনি আরও বলেন, ' ভ্যাকসিনেশন বেশি করে হওয়ার ফলে সংক্রমিতের সংখ্যা কমেছে। তবে এখনও সাধারণ মানুষের মাস্ক ও স্যানিটাইজ ব্যবহার করা উচিত। ডবল ভ্যাকসিন নিলেও ব্যবহার করা শ্রেয়।' 

  • 6/7

স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়, যে কোনও সামাজিক অনুষ্ঠান বা ভিড়ে গেলে ডবল জোজ ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ দুর্গাতপুজোর মণ্ডপে যেতে গেলেও করোনার দুটি টিকা নেওয়া থাকতেই হবে। তা এই নির্দেশিকা থেকেই পরিষ্কার। 
 

  • 7/7

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আশার কথা শোনান। বলেন, 'ভারতে সম্ভবত এন্ডেমিকের শুরু হয়ে গিয়েছে, মহামারীর সম্ভবত শেষ পর্যায়ে পৌঁছেছে ভারতে।' 

Advertisement
Advertisement