লকডাউন বা করোনা বিধি-নিষেধের মধ্যেও দ্রুত গতিতে এগোচ্ছে Kolkata Metro Rail সম্প্রসারণের কাজ। সবকিছু ঠিকঠাক ভাবে চললে এ মাসের মধ্যেই ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারিত রুটে ট্রায়াল রান হবে।
এই ট্রায়াল রানের ফলাফলের উপর নির্ভর করে কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS)-এর কাছে যাত্রী পরিষেবা চালুর জন্য চূড়ান্ত ছাড়পত্রের আবেদন করা হবে। এ মাসে না হলে আগস্টের প্রথম সপ্তাহেই হবে ট্রায়াল রান।
এই ট্রায়াল রানে মেট্রো রেলের সমগ্র যাত্রাপথের ট্রেন কন্ট্রোল সিস্টেম, সিগন্যালিং ব্যবস্থা-সহ নতুন স্টেশনের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হবে। এ বছরের মধ্যেই ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে Kolkata Metro Rail।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই সম্প্রসারিত রুট সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর (Sector V) থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ।
এই রুটের ৫.৮ কিলোমিটার পথে ট্রেন মাটির উপর দিয়ে ছুটবে। বাকি ১০.৮ কিলোমিটার দূরত্ব মাটির নীচে দিয়ে অতিক্রম করবে মেট্রো রেল।
প্রসঙ্গত, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ সালে চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর (Sector V) থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলতে শুরু করে ট্রেন।
তারপর ৫ অক্টোবর, ২০২০-তে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথের সম্প্রসারণ হয় ফুলবাগান পর্যন্ত। এবার ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হওয়ার অপেক্ষা।
ট্রায়াল রানের ফলাফলে সাফল্য এলে, সবকিছু ঠিকঠাক ভাবে চললে চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে বহু প্রতীক্ষিত শিয়ালদহ স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা।