লকডাউন বা করোনা বিধি-নিষেধের মধ্যেও দ্রুত গতিতে এগোচ্ছে Kolkata Metro Rail সম্প্রসারণের কাজ। সবকিছু ঠিকঠাক ভাবে চললে ডিসেম্বরেই চালু হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশন!
এখন জোরকদমে এগোচ্ছে স্টেশনের পরিকাঠামোর কাজ। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহের জন্য থাকছে বিশেষ ধরনের প্ল্যাটফর্ম। বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামাল দিতে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম করা হচ্ছে শিয়ালদহের জন্য।
অন্যান্য মেট্রো স্টেশনে দু’টি প্ল্যাটফর্মের দু’টি সারিতে স্ক্রিন ডোরের ব্যবস্থা থাকছে। তবে শিয়ালদহ স্টেশনে ৪টি সারিতে স্ক্রিন ডোরের ব্যবস্থা করা হচ্ছে।
ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম কী? মেট্রোর দু’টি লাইনের জন্য থাকছে ৩টি প্ল্যাটফর্ম। এর ফলে ট্রেনের দুই পাশ দিয়েই যাত্রীরা প্লাটফর্মে নামতে বা ট্রেনে উঠতে পারবেন। প্ল্যাটফর্মের দু'পাশেই স্ক্রিন ডোরের ব্যবস্থাও থাকছে।
বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার। এছাড়াও, শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষমদের জন্য বিশেষ কয়েকটি টিকিট কাউন্টারও তৈরি করা হচ্ছে। এছাড়াও থাকছে ৫টি লিফট।
আগামী সপ্তাহেই স্টেশন পরিদর্শন করতে আসবেন রেলওয়ে সেফটি কমিশনার। ডিসেম্বরের মধ্যে সবুজ সংকেত পেলেই চালু হয়ে যাবে মেট্রো স্টেশন। অক্টোবর, ২০২০-তে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথের সম্প্রসারণ হয় ফুলবাগান পর্যন্ত। এবার ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হওয়ার অপেক্ষা।
ট্রায়াল রানের ফলাফলে সাফল্য এলে, স্টেশনের পরিকাঠামোর কাজ শেষ হলে, সবকিছু ঠিকঠাক ভাবে চললে চলতি ডিসেম্বরেই চালু হতে পারে বহু প্রতীক্ষিত শিয়ালদহ স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা।