বৃষ্টিতে ফের জলে ডুবল কলকাতা। মঙ্গলবার দুপুর থেকে তুমুল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন গোটা শহর। এদিন বেলা ১২টা থেকেই আকাশ কালো করে ঝোড়ো বৃষ্টিতে ভাসে মহানগর।
ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের দাপটও ছিল এদিন। একনাগাড়ে বৃষ্টির জেরে কলকাতায় ফিরল চেনা জলছবি। মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। বিপর্যস্ত অবস্থা মানিকতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, পার্ক স্ট্রিটের।
হাঁটুর ওপর পর্যন্ত জল জমে যায় সুখিয়া স্ট্রিট, বিধান সরণী, বেহালা, লেক গার্ডেন্সেও। ফলে যান চলাচলেও ধীর গতি থাকে।
এই পরিস্থিতিতে আচমকা বৃষ্টির জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পার্ক স্ট্রিট, আমহার্স্ট্র স্ট্রিট এলাকায় জল থইথই। দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ।
একটানা বৃষ্টির জেরে রাজভবনের সামনে জমে থাকা জলের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বৃষ্টিরও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি অফিস থেকে ফিরছিলেন।
তবে শুধু কলকাতায় নয়,বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও।